শনি গ্রহের শান্তির জন্য নীলা বা নীলকান্তমণি

নীলকান্তমণি বা নীলা মুলত নীল রঙের হয়। নীলাকে হিন্দিতে নীলম, ফারসীতে কবুদ সংস্কৃতে নীলাশ্ম, সৌপিপত্ন, ইন্দ্রনীল, তৃণগ্রাহী, মহানীল, নীলোৎপল ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০২
Share:

নীলকান্তমণি বা নীলা মুলত নীল রঙের হয়। নীলাকে হিন্দিতে নীলম, ফারসীতে কবুদ সংস্কৃতে নীলাশ্ম, সৌপিপত্ন, ইন্দ্রনীল, তৃণগ্রাহী, মহানীল, নীলোৎপল ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়।

Advertisement

নীলার রাসায়নিক গঠনঃ রত্নটির অ্যালুমিনিয়াম অক্সাইড স্যাফায়ারের উপাদানে সৃষ্ট।

নীলার প্রকারভেদঃ নীলা মুলত নীল রঙের হলেও এটি অনেক রঙের হয়ে থাকে। অপরাজিতা ফুলের মতো নীলাভ, রক্তাভ বা গোলাপী আভাযুক্ত, পীতাভ আভাযুক্ত, ইত্যাদি নানা মিশ্রিত বর্ণের হয়ে থাকে। বর্ণ অনুসারে ইন্দ্রনীলা, অপরাজিতা নীলা, রক্তমূখী নীলা ইত্যাদি বিভিন্ন নাম করণ করা হয়েছে।

Advertisement

নীলার প্রপ্তির স্থানঃ রত্নটি বর্মা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, রোডেশিয়া সহ ভারতের কিছু অঞ্চলে পাওয়া যায়। কাশ্মীরের ময়ূরকন্ঠী নীলা পৃথিবীর সবচেয়ে সুন্দর নীলা।

নীলার পরীক্ষাঃ একটি পাত্রে বিশুদ্ধ খাঁটি গরুর দুধ রেখে তার মধ্যে নীলা ডুবিয়ে রাখলে দুধের ভিতর থেকে নীলবর্ণের আভা বিচ্ছুরিত হতে থাকে এই রকম নীলা বিশুদ্ধ।

নীলার ধারণের ব্যবহার বিধিঃ বিশুদ্ধ নীলা ধারণ করার আগে ধারণকারীকে কয়েকদিন আগে থেকে কাছে রেখে পরীক্ষা করে দেখতে হয় যে রত্নটি তার সহ্য হয় কিনা। অর্থাৎ ধারণকারীর সাথে কোনও দুঘটনা বা মাথা ঘোরা বা শরীর খারাপ হচ্ছে কিনা। যদি না হয় তবেই ধারণ করতে পারেন, অন্যথায় নয়। শনি গ্রহের প্রতিকার করার জন্য ইন্দ্রনীলা ৫-৮ রতি ধারণীয়।

নীলার শোধনের বিধিঃ আয়ুর্বেদ মতে নীলা নীল গাছের রসে শোধিত হয়ে থাকে। এছাড়া শাস্ত্রীয় মতে গ্রহ পূজা করেও নীলা শোধন করা যায়।

নীলা ধারনের কালঃ শনিবার বা অমাবস্যায়।

নীলার ধারণের অঙ্গঃ দেহের ঊর্দ্ধাঙ্গ সর্বশ্রেষ্ঠ স্থান। অন্যথায় মধ্যমায় ধারণ করা যায়।

নীলার ধারণের ধাতুঃ সীসা বা সোনায় ধারণ করতে হবে।

নীলার ব্যবহারের উপকারিতাঃ মানসিক শান্তি ও সাহস বৃদ্ধিতে, কফ, পিত্ত ও বায়ুনাশ করতে, মহা দুঃখ, জীবনে অস্থিরতা, অলসতা, নানা ঝুট ঝামেলা, দীন দুর্দশা এবং শনি গ্রহের প্রতিকারার্থে নীলা ব্যবহারে উপকার পাওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন