জন্মকুণ্ডলী থেকে আপনার পূর্বজন্ম সম্বন্ধে কী জানা যায় (দ্বিতীয় পর্ব)

যদি আপনার জন্ম হয়ে থাকে কর্কট রাশিতে বা কর্কটে কেতু অবস্থান করে, তা হলে আপনার পূর্ব জীবনেযেখানে বাস করতেন সেটা কোনও ছোট আদিবাসী গোষ্ঠি ছিল যেখানে কমবেশি সকলেই রক্তের বন্ধনে বা  সম্পর্কেআবদ্ধ  ছিল।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৮ ০০:০০
Share:

(৪) যদি আপনার জন্ম হয়ে থাকে কর্কট রাশিতে বা কর্কটে কেতু অবস্থান করে, তা হলে আপনার পূর্ব জীবনেযেখানে বাস করতেন সেটা কোনও ছোট আদিবাসী গোষ্ঠি ছিল যেখানে কমবেশি সকলেই রক্তের বন্ধনে বা সম্পর্কেআবদ্ধ ছিল।

Advertisement

সেই জীবনে আপনি নিজেকে উন্নত করবার চেষ্টা করেছেন। আপনি শিশু ও পরিবার প্রতিপালন, গোষ্ঠির দেখাশোনাইত্যাদি। জন্মান্তরে আপনি পুরুষ বা নারী যাই থাকুন না কেন, আপনি যে ভূমিকাটা পালন করেছেন তা অনেকটা মায়েরমতো। মা যেমন একটা পরিবারের সামগ্রীক দায়িত্ব নিয়ে পরিবারটা আপদ বিপদ হাত থেকে রক্ষা করে থাকে,আপনার ভূমিকাটা সেই রকম ছিল। সম্ভবত আপনি কোনও এলাকা বা সমাজের হর্তাকর্তা ছিলেন বা তাদেরদেখাশোনা করতেন। এ ছাড়া আপনার পেশা হতে পারে হোটেল বা সরাইখানা চালানো, কেয়ারটেকার, গোমস্তা ইত্যাদি।

বর্তমান জন্মছকে আপনার চন্দ্র বা কেতু অন্য কোনও গ্রহ দ্বারা কুপিত অবস্থায় থাকলে বুঝতে হবে, গত জীবনেরকর্ম খুব খারাপ ছিল। সেই জীবনে আপনার উপরের যে ঘটনাগুলির কথা বলা হয়েছে, সেগুলির দায়িত্ব পালনে সঠিকছিলেন না। যারফলে বর্তমান জীবনে অবসাদ আপনাকে থেকে থেকে গ্রাস করে থাকে।

Advertisement

আরও পড়ুন: জন্মকুণ্ডলী থেকে আপনার পূর্বজন্ম সম্বন্ধে কী জানা যায় (প্রথম পর্ব)

(৫) যদি আপনার জন্ম হয়ে থাকে সিংহ রাশিতে বা সিংহে কেতু অবস্থান করে: সিংহ রাশির অধীনে জন্ম হওয়া মানেইঅতীত জীবন আপনার বিশেষ রকমের গ্ল্যামারাস ছিল। এদর মধ্যে কেউ কেউ অনুভব করেন তারা গত জীবনে ছিলেনআমলা, রাজকর্মচারী, ধনী, জনপদের নেতা, জমিদার, নায়েব, কাজী বা সেই অতীত জন্মাতরের যুগে সম্মান আছে এমন কোনও কাজ। এই সব কাজ আপনি করেছেন হয় বংশপরম্পরা হিসেবে বা অর্জিত ভাবে। যাই হোক, আপনার অসাধারণ ব্যক্তিত্ব ছিল এ বিষয়ে কোনও সন্দেহ নেই। যার ফলে, সিংহের জাতক/জাতিকার মধ্যে আত্মসন্মান বোধ প্রবলভাবে কাজ করে।

সিংহের জাতক যদি বর্তমান জীবন কোনও কারণে সাধারণ হয়ে থাকে, তখন এরা অপরের দৃষ্টি আকর্ষণের জন্যে নানারকম পারফমিং আর্টের লাইন গ্রহণ করে যেমন, অভিনয়, গানবাজনা, নাটক, আবৃত্তি, চারণকবি বা প্রেমেরগীতিকার। আর একটু ঘুরিয়ে বলা যায়, এরা সেই সব কাজ করে যাতে অপরের নজরে পড়া যায়। এটা সিংহ ছাড়া আরকোনও রাশির মধ্যে দেখা যায় না।

(৬) যদি আপনার জন্ম হয়ে থাকে কন্যা রাশির অধীনে বা কন্যায় কেতু অবস্থান করে: সিংহ যেমন রয়্যাল সাইন বারাজার চিহ্ন তেমনই কন্যা হচ্ছে দাসত্বের চিহ্ন বা সেবা বা সেবিকার রাশি।

বর্তমানে কন্যার জাতক/জাতিকা অনেকে স্বীকার করেছেন, তাদের প্রায়ই মনে হত যে, তারা আগের জীবনে হয়পরিচারিকা, চাকর, ক্রীতদাস ছিলেন।

কন্যা যাদের রাশি হয় বা কেতু যদি কন্যায় থাকে, তবে এরা গত জন্মে নানা তুচ্ছ কাজে নিযুক্ত ছিল এটা বোঝায়। এদেরকেন্দ্রীয় চিন্তা ছিল অন্যের অধীনে কাজ করতে হবে তা যত তুচ্ছ কাজই হোক না কেন। সেই জীবন ছিল গতানুগতিকআর আন্তরিক ভাবে কর্ম সম্পাদন করা ও প্রভুর মনোরঞ্জনে নিবেদিত। যার থেকে এই জীবনে কন্যার জাতক/জাতিকার মধ্যে একটা বিশেষ স্কিল থাকে যেটা আর কোনও রাশি চরিত্রের মধ্যে দেখা যায় না।

ফলে কন্যার জাতক/জাতিকারা নানারকম সেবা মূলক কর্মে নিযুক্ত থাকতে দেখা যায় এই জীবনে। আর যাদের চন্দ্রবা কেতু বিভিন্ন অশুভ গ্রহ দ্বারা কুপিত, তারা গত জীবনে দারিদ্রতা, ঋণ নিয়ে না শোধ করা, নানা ধরনের রোগে ভোগাযার কর্মফল এখনও চলছে, ক্রীতদাসত্ব, সুস্থ ভাবে কর্ম সম্পাদানের ইচ্ছা না থাকা ইত্যাদি বোঝায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন