বিবাহ কোন দিকে হবে এবং কেমন বংশে হবে?

আমাদের অনেকেরই মনের মধ্যে একটি প্রশ্ন থাকে যে, বিয়ে কেমন হতে পারে, কেমন বংশে বিয়ে হতে পারে? তার প্রাথমিক ধারণা দিতে পারে একমাত্র জ্যোতিষ শাস্ত্র।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ০০:০৬
Share:

আমাদের অনেকেরই মনের মধ্যে একটি প্রশ্ন থাকে যে, বিয়ে কেমন হতে পারে, কেমন বংশে বিয়ে হতে পারে? তার প্রাথমিক ধারণা দিতে পারে একমাত্র জ্যোতিষ শাস্ত্র।

Advertisement

কী ভাবে জানা যাবে? আসুন জেনে নেওয়া যাক কোন কোন দিকগুলিতে বিশেষ ভাবে নজর দেওয়া উচিত—

১। জাতকের বিয়ে হবে সেই দিকে যা তার সপ্তম ভাব নির্দেশ করবে। এটা জাতক বা জাতিকা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।

Advertisement

২। সপ্তম পতির দ্রাঘিমা এবং ক্ষেত্রের ডিগ্রির যোগফল থেকেও জাতক বা জাতিকার বিয়ের দিক নির্ণয় করা যায়।

৩। যদি চন্দ্র সপ্তম স্থানে অবস্থান করে এবং ওই স্থানে যদি মঙ্গলের দৃষ্টি থাকে বা কোনও গ্রহের শুভ দৃষ্টি পড়ে তা হলে জাতক-জাতিকার দূরে বিয়ে হয়।

আরও পড়ুন: কোন সাতটি রাশির মানুষের প্রেমে পড়লেই ভাগ্য খুলে যাবে জেনে নিন

৪। লগ্ন পতি যদি সপ্তম স্থানে অবস্থান করে এবং তার সঙ্গে যদি অশুভ কোনও গ্রহ যুক্ত হয়, তা হলে জাতক বা জাতিকার পরিবার কোনও ভাল বংশের দিকেই নির্দেশ করে।

৫। যদি লগ্ন পতি সপ্তম স্থানে অবস্থান করে এবং জন্মছকে যদি কোনও শুভ গ্রহ তার সঙ্গে একই অবস্থানে থাকে, তা হলে বিয়ে ভাল পরিবারে হওয়ার সম্ভাবনা থাকে।

৬। যদি সপ্তম পতি ও সপ্তম ভাব খুবই শক্তিশালী হয়, তা হলে জাতকের উচ্চ বংশে বিয়ে হয়। কিন্তু যদি সপ্তম ভাব খুবই দুর্বল হয়, তা হলে তাঁর স্বামী বা স্ত্রী আপাতদৃষ্টিতে কোনও কুলীন বংশজাত না হওয়ার যোগ নির্দেশ করে।

৭। যদি সপ্তম স্থানে চন্দ্র অবস্থান করে এবং ওই স্থানে মঙ্গলের দৃষ্টি পড়ে, তা হলে জাতক-জাতিকার বিবাহের যোগাযোগ বিজ্ঞাপনের মাধ্যমে হয়ে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন