আপনার মাতৃস্থান কেমন? দেখে নিন (শেষ পর্ব)

চতুর্থ ভাবের সঙ্গে সম্বন্ধ যুক্ত বিশেষ কিছু যোগের বিচার করা যাক

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share:

মানুষের সমস্ত সত্ত্বার সঙ্গে জড়িয়ে আছে যে মা, তার স্থান আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। শুধু জীবন কেন, আমাদের ভাগ্যের সঙ্গেও জড়িয়ে আছেন মা। তাই জন্মকোষ্ঠীর চতুর্থ ভাবটি খুবই অর্থবহ। এই চতুর্থ স্থানটিই মাতৃস্থান। এই চতুর্থ ভাবটি থেকে মা সম্পর্কে সকল বিষয় জানা যায়। মায়ের বিষয়ে বিচার করবার সময় চতুর্থ ভাব, চতুর্থ ভাবের অধিপতি ও চন্দ্রকে গুরুত্ব দিয়ে বিচার করা উচিত।

Advertisement

এখন চতুর্থ ভাবের সঙ্গে সম্বন্ধ যুক্ত বিশেষ কিছু যোগের বিচার করা যাক—

১। চন্দ্র কেন্দ্রে উচ্চ অথবা স্বরাশিস্থ হলে মাতৃ সুখ লাভ হয়।

Advertisement

২। কর্কট রাশি তথা চন্দ্র শুভ প্রভাবে হলে মাতৃ সুখ লাভ হয়।

৩। চতুর্থ ভাবের অধিপতি কেন্দ্র ত্রিকোণে হলে মাতৃ সুখ লাভ হয়।

৪। চতুর্থ ভাবের অধিপতি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবে অবস্থান করলে মাতৃ সুখ লাভ হয় না, মা-সন্তান পরস্পর মতভেদ হয়।

৫। চতুর্থ ভাবের অধিপতি তথা চন্দ্র দ্বাদশ ভাবে হলে মাতৃ সুখ হয় না এবং জাতক প্রায়ই মাতার থেকে আলাদা থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement