জন্মছকের কোন অবস্থানে নিজের বাড়ি হয় (শেষ অংশ)

সুখী গৃহকোণ। কথাটা শুনলে যাঁদের কোনও নিজের বাড়ি নেই, তদের মনে একটা আনন্দের পরশ লাগে। সুখী গৃহকোণ তো আকাশে বা পাতালে হবে না, হবে এই মাটির উপর।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৮ ০০:০০
Share:

(11) রবি ও কেতু চতুর্থ ভাবে থাকলে পলকা ও ভঙ্গুর বাড়ি হয় যা টেকসই হয় না।

Advertisement

(১২) শনি ও রাহু চতুর্থ ভাবে অবস্থান করলে পুরনো বাড়ি হয়।

(১৫) শুক্র চতুর্থ ভাবে থাকলে খুব সুন্দর বাড়ি হয়, এবং তা হয় মনোরম পরিবেশে।

Advertisement

(১৬) মঙ্গল ও রাহু ৪র্থে থাকলে শিলা দ্বারা নির্মিত বাড়ি লাভ হয়।

(১৭) চন্দ্র ও শুক্র এক সঙ্গে চতুর্থ ভাবে অবস্থান করলে, প্রাসাদোপম বাড়ি হয়।

(১৮) মঙ্গল ও কেতু চতুর্থে থাকলে সাধারণ মানের বাড়ি হয়।

(১৯) চতুর্থে শুভ বৃহস্পতি অবস্থান করলে কাঠের দ্বারা নির্মিত সুন্দর কুঠি বা বাংলো হয়।

(২০) চতুর্থে শুভ রবি থাকলে পাতা বা ঘাস দ্বারা ছাদ ছাওয়া থাকে এমন বাড়ি হয়। বাড়িটা এমন পরিবেশে হয়, যেখানে প্রাকৃতিক ভাবে গাছপালা-সহ সবুজের সমারোহ থাকে।

(২১) চতুর্থ পতি স্বক্ষেত্রে বা তুঙ্গস্থ বা মিত্র ভাবে চতুর্থ ঘরে অবস্থান করলে এবং নবম পতির সঙ্গে কোয়াড্রেন্ট সম্পর্কে থাকলে, সুন্দর বড় বাড়ি হয়।

(২২) চতুর্থ পতি যদি দশম ভাবে থাকে, সেই সঙ্গে বলবান মঙ্গল যদি চতুর্থে থাকে, তা হলে প্রচুর জমি-সহ বাড়ি থাকে।

(২৩) বলবান সপ্তম পতি বা বিবাহের অধিপতি যদি চতুর্থে অবস্থান করে আর শুভ চতুর্থ পতি একই ভাবে সপ্তমে অবস্থান করে, জাতক হলে বিবাহের পর জায়গা জমি বা বাড়ি স্ত্রীর মাধ্যমে লাভ হয়।

উপরের যোগগুলি থেকে আমরা জানলাম কার বাড়ি হবে। এ বার আমরা জানব কখন বা কোন সময়ে বাড়ি বা ফ্ল্যাট হবে বা কিনতে পারবেন।

(১) লগ্ন বা চন্দ্র লগ্ন থেকে চতুর্থ পতির মহাদশা ও অন্তর্দশায় এলে বাড়ি হবে।

(২) মনোরম পরিবেশে জায়গা-জমি ও বাড়ির কারক গ্রহ মঙ্গলের দশা ও অন্তর্দশায় বাড়ি হয়।

(৩) গোচরে শনি ও বৃহস্পতির দ্বিতীয় রাউন্ড পরিভ্রমণের সময় যখন চতুর্থ ভাবে আসে তখন বাড়ি বা জমি হয়।

(৪) মঙ্গল যখন চতুর্থ ভাবে গোচরে আসে বা চতুর্থ ভাবকে দৃষ্টি দেয়, তখন বাড়ি, জমি কেনা হয় বা চতুর্থ পতি লগ্ন বা চন্দ্র লগ্ন থেকে চতুর্থ ভাবকে দৃষ্টি দেয়, তখনও জমি-বাড়ি কেনা যায়।

(৫) চতুর্থ পতি যদি গোচরে মঙ্গলকে দৃষ্টি তখনও জমি-বাড়ি কেনা যায়।

(৬) সাধারণত তৃতীয় পতির দশা বা অন্তর্দশায় বাড়ি বা ঘর বা বাসস্থানের পরিবর্তন হয়। অর্থাৎ এক বাড়ি থেকে অন্য বাড়িতে স্থানান্তর হয়ে থাকে।

(৭) জমি বা বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় যদি বৃহস্পতি বা শুক্র বা মঙ্গলের মহাদশা বা অন্তর্দশা চলে এমন দেখে বাড়ি কিনলে তা শুভ হয়ে থাকে।

(৮) গোচরে যদি চতুর্থ পতি একাদশ ভাবে থাকে, আর সেই একাদশ ভাব যদি মেষ বা বৃশ্চিক হয় এবং মঙ্গল যদি চতুর্থ ভাবে থাকে, এই সময়ে বাড়ি, জমি বা ফ্ল্যাট কিনলে শুভ হয়। সেই সময়ে দশা বা অন্তর্দশা মঙ্গলের হওয়া উচিত হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন