Astrological Predictions

ইংরেজি বর্ণমালার তিনটি অক্ষর দিয়ে মেয়েদের নাম শুরু হওয়া খুবই শুভ! জেনে নিন অক্ষরগুলি কী

কিছু মেয়ের বিয়ে হয় নিম্ন-মধ্যবিত্ত ঘরে, আবার কিছু মেয়ের বিয়ে হয় ধনী ঘরে। অনেক সময় নামের অক্ষরের তারতম্যের কারণে এই রকম হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে কোন নামের মেয়েদের স্বামী খুব ধনী হয় দেখে নেব।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১০:৪৭
Share:

—প্রতীকী ছবি।

দাম্পত্যজীবনে টাকাপয়সা থাক বা না থাক, একে অপরের উপর বিশ্বাস এবং সম্পর্কে গভীরতা থাকাটা অত্যন্ত জরুরি। একটা মেয়ে তাঁর বাপের বাড়ি ছেড়ে শ্বশুরের বাড়ি আসে স্বামীর উপর ভরসা রেখে। তাই সেই সম্পর্কে যদি কোনও ছেদ আসে, সেটা খুবই দুঃখের হয়। কিন্তু সংসার করতে গেলে যেমন বিশ্বাস এবং ভরসার প্রয়োজন, ঠিক সে রকম টাকাপয়সাও একেবারে না থাকলেও চলে না। কিছু মেয়ের বিয়ে হয় নিম্ন-মধ্যবিত্ত ঘরে, আবার কিছু মেয়ের বিয়ে হয় ধনী ঘরে। অনেক সময় নামের অক্ষরের তারতম্যের কারণে এই রকম হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে কোন নামের মেয়েদের স্বামী খুব ধনী হয় দেখে নেব।

Advertisement

‘এস’: ইংরেজি বর্ণমালার ‘এস’ অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মেয়েদের স্বামীর অনেক বন্ধু ও আনুগত্য হয়। এই সকল মেয়েরা সংসারের কাজে পারদর্শী হন এবং একা হাতেই সংসারকে এগিয়ে নিয়ে যান। এঁরা দয়ালু স্বভাবের হন এবং সবাইকে সাহায্য করতে ভালবাসেন। এই সকল মেয়েরা খুব মন দিয়ে সংসার ধর্ম পালন করেন। এই সকল মেয়েদের স্বামী প্রচুর টাকাপয়সার মালিক হয়ে থাকেন।

‘আর’: ইংরেজি বর্ণমালার ‘আর’ অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মেয়েরা ধৈর্যের অধিকারণী হন। প্রেমের দ্বারা কী ভাবে নিজের স্বামীর মন জয় করতে হয় এই কৌশল এঁদের জানা রয়েছে। এঁদের জ্ঞানের পরিধি খুব বেশি। এই অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মেয়েদের স্বামী ধনী হন।

Advertisement

‘এম’: ইংরেজি বর্ণমালার ‘এম’ অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মেয়েরা অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের হয়ে থাকেন। অবিশ্বাসের কোনও স্থান নেই এঁদের মনে। সবকিছুই এঁরা নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে করে থাকেন। যে কোনও কাজ এঁরা নিখুঁত ভাবে করতে চান। এ ছাড়া এঁরা অন্যদের থেকে একটু বেশি এগিয়ে থাকতে পছন্দ করেন। এই অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মেয়েদের স্বামী ধনী হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement