আপনি কোন পেশায় সফল হবেন, বলে দেবে গ্রহ সমন্বয়

আমাদের পেশার সঙ্গে সম্পর্কিত কোনও যোগ কি নেই? আছে। দেখে নেওয়া যাক বিশেষ কিছু পেশা এবং সেই সম্পর্কিত যোগ:

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৭ মে ২০১৯ ০৮:০০
Share:

আমাদের পেশার সঙ্গে সম্পর্কিত কোনও যোগ কি নেই? আছে। দেখে নেওয়া যাক বিশেষ কিছু পেশা এবং সেই সম্পর্কিত যোগ:

Advertisement

ক্ষৌরকার: শুক্র এবং মঙ্গলের যুতি হলে জাতক ক্ষৌরকার হন।

তান্ত্রিক: বৃহস্পতি এবং মঙ্গলের যুতি হলে জাতক গুপ্তবিদ্যায় জ্ঞান অর্জন করেন।

Advertisement

খনিজ: মঙ্গল-শনির যোগ খনি সম্পর্কিত জ্ঞান দান করে।

কারিগরী বিদ্যা: মঙ্গল-রাহুর সম্বন্ধ ঘটলে জাতক বিদ্যুৎ, রেডিও, টিভি, মোটর, গ্যাস প্রভৃতি সারানো বা প্রস্তুতের কাজে যুক্ত থাকেন।

প্রকাশক: বুধ-শনির যোগ হওয়ায় জাতক গণিতজ্ঞ, সম্পাদক, প্রকাশক রূপে প্রতিষ্ঠা লাভ করেন।

রাজনীতিজ্ঞ: রাহু–চন্দ্র যোগ জাতককে রাজনীতিজ্ঞ, কুটনীতিজ্ঞ বানিয়ে থাকে।

চিকিত্সক: বৃহস্পতি, কেতু ও রবির সম্বন্ধ জাতককে চিকিত্সক বানাতে সাহায্য করে।

লেখক: বুধের অবস্থা এ ক্ষেত্রে ভাল হওয়া দরকার। কেন্দ্রে অবস্থিত বুধ শুভ।

কবি: দশমে বুধ, বৃহস্পতি এবং শুক্রের প্রভাব জাতককে কবি হতে সাহায্য করে।

শিক্ষক: এ ক্ষেত্রে বৃহস্পতির বলবান হওয়া অবশ্যক। তৃতীয় অথবা দশমে স্থিত বৃহস্পতি জাতককে শিক্ষক হতে সাহায্য করে।

শিক্ষক: এই ধরনের ব্যক্তিদের জন্য বুধ, বৃহস্পতি এবং দশম ভাবের স্থিতি শুভ হওয়া দরকার।

আইনজীবী: বুধ যদি লগ্ন, দশম বা ব্যয় ভাবে থাকে বা দশম ভাব যদি শনি কর্তৃক প্রভাবিত হয়, তবে জাতক আইনজীবী হতে পারেন।

লিখন কার্য: বুধ এবং বৃহস্পতির যোগ লেখালেখি সম্পর্কিত কাজ করার দিকে সাহায্য করে।

নার্স: এ ক্ষেত্রে কর্কট রাশি এবং মঙ্গলের বলবান হওয়ায় আবশ্যক। লগ্ন এবং দশম থেকে মঙ্গল বা রাহুর সম্বন্ধ চিকিৎসার কাজ করাতে সাহায্য করে।

আরও পড়ুন: কী ভাবে বাড়িতে অশান্তি ডেকে কারণ হতে পারে মাকড়সার জাল

রাজনীতি: জাতকের কোষ্ঠীতে রবি বা মঙ্গল প্রধান হলে অথবা দশম থেকে শনি এবং রাহুর সম্বন্ধ হলে জাতক রাজনীতির প্রতি আকর্ষিত হবেন।

ফিল্ম: তুলা রাশি, লগ্ন এবং শুক্র বলবান হলে জাতক বিনোদন জগতের সঙ্গে যুক্ত হবেন।

হোটেল: বৃষ এবং মীন রাশি বলবান হওয়ার সঙ্গে মঙ্গল যদি শুভ স্থিতিতে হয় তবে জাতক হোটেল ব্যবসায় লাভ করবেন।

ব্যবসায়ী: দশম ভাব যদি শুভ স্থিতিতে থাকে এবং সেই সঙ্গে যদি শনি বলবান হয় তা হলে জাতক সফল ব্যবসায়ী হবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন