দুর্ঘটনায় জখম ১০

কাছাড় জেলার তাম্বুটিলায় আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় ১০ জন জখম হয়েছেন। আহতদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০৪:২৩
Share:

কাছাড় জেলার তাম্বুটিলায় আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় ১০ জন জখম হয়েছেন। আহতদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৭টা নাগাদ একটি গাড়ি ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবোঝাই গাড়িটি ধোঁয়ারবন্দ থেকে শিলচর যাচ্ছিল। আগতরা ছিলেন সেই গাড়িতেই। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে। পরে সদর থানার ওসি শচীন্দ্রচন্দ্র শর্মা অবরোধ প্রত্যাহার করান। অবরোধ চলাকালীন পরীক্ষার্থীদের গাড়ি ছেড়ে দিলেও দুর্ভোগে পড়তে হয় তাদের। বিশ্ববিদ্যালয়ের বাসও ফিরিয়ে দেন অবরোধকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement