রমজানে সৌজন্যের বার্তা পড়শি দুই দেশের

রমজানকে কেন্দ্র করে সৌজন্যের নতুন নজির সৃষ্টি করল ভারত-পাকিস্তান। গত কাল পাকিস্তানের জেলে আটক ১১৩ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল ইসলামাবাদ। পরিবর্তে পাকিস্তানের ৮৮ জন মৎস্যজীবীকে আগামী কাল মুক্তি দিতে চলেছে ভারত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুন ২০১৫ ০৩:২৮
Share:

রমজানকে কেন্দ্র করে সৌজন্যের নতুন নজির সৃষ্টি করল ভারত-পাকিস্তান।

Advertisement

গত কাল পাকিস্তানের জেলে আটক ১১৩ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল ইসলামাবাদ। পরিবর্তে পাকিস্তানের ৮৮ জন মৎস্যজীবীকে আগামী কাল মুক্তি দিতে চলেছে ভারত। একই সঙ্গে ইসলামাবাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, ওই ৮৮ জন ছাড়াও ভারতীয় জেলে বন্দি বাকি ৯ জন মৎস্যজীবীও যে পাকিস্তানের নাগরিক তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। তাই তাদেরও একসঙ্গে মুক্তি দেওয়ার জন্য বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করেছে পাকিস্তান। এতে দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেও জানিয়েছে ইসলামাবাদ। আজ বিদেশ মন্ত্রক সূত্রে অবশ্য জানানো হয়েছে, নীতিগত ভাবে বাকিদের মুক্তি দিতে ভারতের কোনও সমস্যা নেই। কিন্তু বিষয়টির সঙ্গে কিছু আইনি প্রক্রিয়া জড়িয়ে রয়েছে। তা মিটে গেলে বাকিদেরও ছেড়ে দেওয়া হবে।

চলতি সপ্তাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ফোন করেছিলেন নরেন্দ্র মোদী। তখনই দুই প্রধানমন্ত্রীর মধ্যে মৎস্যজীবীদের মুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হয়। রমজানকে কেন্দ্র করে এই সৌজন্যকে ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছে কূটনেতিক মহল। সন্ত্রাস প্রশ্নে থমকে থাকা দু’পক্ষের সম্পর্ক এই সিদ্ধান্তে কিছুটা হলেও নতুন গতি পাবে বলেই আশা করছেন বিদেশ মন্ত্রকের কর্তারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন