দিল্লিতে উল্টে গেল স্কুলবাস, জখম ১২ পড়ুয়া

প্রতিদিনের মতো সকালবেলা স্কুলবাসে চড়ে স্কুলে যাচ্ছিল পড়ুয়ারা। বিপত্তি ঘটল পথে। আচমকাই ব্রেক কষতে গিয়ে উল্টে গেল স্কুলবাসটি। ঘটনায় আহত হয় ১২ পড়ুয়া। তাদের শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির কাশ্মীরি গেট উড়ালপুলের কাছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৫ ০৯:৫২
Share:

প্রতিদিনের মতো সকালবেলা স্কুলবাসে চড়ে স্কুলে যাচ্ছিল পড়ুয়ারা। বিপত্তি ঘটল পথে। আচমকাই ব্রেক কষতে গিয়ে উল্টে গেল স্কুলবাসটি। ঘটনায় আহত হয় ১২ পড়ুয়া। তাদের শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির কাশ্মীরি গেট উড়ালপুলের কাছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, প্রায় ৩০ জন পড়ুয়া নিয়ে স্কুলবাসটি দ্রুতগতিতে শাহদরা থেকে তিস হাজারির দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টা নাগাদ হঠাৎই দুর্ঘটনাটি ঘটে। কয়েকজন পথচারীকে রাস্তা পেরোতে দেখে ব্রেক কষে বাসটি থামানোর চেষ্টা করেন চালক। কিন্তু, তিনি নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হওয়ায় বাসটি উল্টে যায়। ঘটনায় বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement