National news

১৩ বছরের ছাত্রীকে দেড় বছর ধরে লাগাতার ধর্ষণ! অভিযুক্ত ৮ শিক্ষক

টানা দেড় বছর ধরে ১৩ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল ৮ স্কুল শিক্ষকের বিরুদ্ধে। শনিবার ওই ছাত্রীর পরিবার রাজস্থানের নোখা পুলিশ থানায় ওই ৮ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাঁদের ফাঁসানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষকেরাও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ১০:২৫
Share:

প্রতীকী ছবি।

টানা দেড় বছর ধরে ১৩ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল ৮ স্কুল শিক্ষকের বিরুদ্ধে। শনিবার ওই ছাত্রীর পরিবার রাজস্থানের নোখা পুলিশ থানায় ওই ৮ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাঁদের ফাঁসানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষকেরাও।

Advertisement

ওই ছাত্রীর বাবার অভিযোগ, রোজ স্কুলে তাঁর মেয়েকে ধর্ষণ করতেন অভিযুক্ত শিক্ষকেরা। এই ঘটনার ভিডিও তুলে রাখেন তাঁরা। তা দেখিয়ে ওই ছাত্রী এবং তাঁর বাবাকে হুমকি দেওয়া হত বলে অভিযোগ। এমনকী, বেশ কয়েক বার নাকি গর্ভপাত করাতে তাকে ওষুধও খাওয়ানো হয়েছিল।‌ এই ভাবে দেড় বছর কাটে। দিন কয়েক আগে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে। জানা যায়, ব্লাড ক্যানসারে আক্রান্ত সে। এর পরেই থানায় গিয়ে অভিযোগ জানায় তার বাবা।

আরও পড়ুন: তিন ভাই মিলে বোনকে গণধর্ষণ, গোপনাঙ্গে কাঠের টুকরো ঢুকিয়ে দেওয়া হল

Advertisement

আরও পড়ুন: ছেলে সন্তানের জন্য ভাইকে নিয়োগের চাপ, স্বামীকে খুনই করে ফেললেন স্ত্রী

বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব সিংহ কাটারিয়া। তিনি বলেন, “এ দেশে যখন তখন যে কেউ কারও নামে অভিযোগ জানাতেই পারেন। এই ঘটনায় দু’টি অভিযোগ দায়ের হয়েছে। একটি ওই ছাত্রীর পরিবার এবং অন্যটি করেছেন শিক্ষকেরা। তবে তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” ছাত্রীটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী রাজেন্দ্র রাঠৌর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement