National News

অনাহার ও অপুষ্টিতে কানপুরের গোশালায় পাঁচ মাসে মৃত্যু ১৫২টি গরুর

এক দিকে গো রক্ষার নামে দেশের বিভিন্ন প্রান্তে তাণ্ডব চালাচ্ছে তথাকথিত গোরক্ষকের দল, অন্য দিকে দেশের অন্যতম বড় গোশালাতে ‘অবহেলা’র কারণে মারা পড়ছে গরু!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ১২:১১
Share:

প্রতীকী ছবি।

এক দিকে গো রক্ষার নামে দেশের বিভিন্ন প্রান্তে তাণ্ডব চালাচ্ছে তথাকথিত গোরক্ষকের দল, অন্য দিকে দেশের অন্যতম বড় গোশালাতে ‘অবহেলা’র কারণে মারা পড়ছে গরু!

Advertisement

১২৮ বছরের পুরনো কানপুর গোশালা দেশের অন্যতম বৃহত্ ও প্রতিপত্তিশালী। প্রায় ৫৪০টি গরু রয়েছে এখানে। রাস্তা থেকে অসুস্থ গরুদের উদ্ধার করে এখানে নিয়ে এসে দেখাশোনা করা হয়। কিন্তু এই গোশালার কর্তৃপক্ষের বিরুদ্ধেই অবহেলার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, এই গোশালাতেই গত ৫ মাসে ১৫২টি গরুর মৃত্যু হয়েছে। তার মধ্যে গত সপ্তাহে অনাহারে মৃত্যু হয়েছে ৪টি গরুর। গরুদের দেখভাল করার জন্য যে গোশালা, সেখানেই দেখাশোনার অভাবে গরুদের মৃত্যুতে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও খবর: সূর্যের আলোয় চলবে বাইক, নতুন আবিষ্কারে চমকে দিল ১৩ বছরের বালক

Advertisement

তবে এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন সোসাইটির জেনারেল সেক্রেটারি শ্যামজি অরোরা। তিনি জানান, প্রতি দিনই চিকিত্সক আসেন গরুগুলোকে দেখতে। তা ছাড়া গরু দেখাশোনার জন্য আট জনের একটি বিশেষ দল রয়েছে। এত কিছু সত্ত্বেও গরুর প্রতি অবহেলার যুক্তিকে শ্যামজি খারিজ করে দিয়েছেন। তবে এতগুলো গরুর মৃত্যু কী ভাবে হল এবং ঠিক মতো তাদের খাবার দেওয়া হত কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement