National news

বয়স ১৬, মাসে আয় ১২ লক্ষ টাকা!

চণ্ডীগড়ের সেক্টর ৩৩-এর গভার্নমেন্ট মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সে। আইটি নিয়ে পড়াশোনা করছে। অগস্টেই আমেরিকা রওনা দেবে সে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ১৬:১৬
Share:

হর্ষিত শর্মা। ছবি ফেসবুক থেকে।

(এই খবরটি জানার পর গুগলের পক্ষ থেকে জানানো হয়, এমন কোনও চাকরি দেওয়ার কথা তাদের এখনও জানা নেই। এর আগে হর্ষিত এমন একটা ‘চাকরি পেয়েছে’ জেনে তাকে অভিনন্দন জানায় চণ্ডীগড় সরকারের জনসংযোগ বিভাগ। অভিনন্দন জানায় স্কুল। সেই খবর প্রায় সব সংবাদ মাধ্যমে সামনে আসে। বুধবার গুগ্‌ল জানিয়ে দিল, হর্ষিতকে নিয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। এর পরেই হরিয়ানা সরকারের তরফে ওই ছাত্রের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা হরিয়ানা প্রশাসনকে এ দিন জানিয়েছেন, হর্ষিতের দেওয়া চাকরির খবরটা ভুল ছিল।)

Advertisement

মাত্র ১৬ বছর বয়সে আমেরিকা যাত্রা? সে তো অনেকেই যায়! তা হলে হরিয়ানার কুরুক্ষেত্রের বাসিন্দা হর্ষিত শর্মার ক্ষেত্রে তা আলাদা করে উল্লেখ করা হচ্ছে কেন? কারণ, এই বয়সেই গুগলের চাকরি এবং আকর্ষণীয় বেতন নিয়ে আমেরিকা রওনা দিতে চলেছে হর্ষিত। চণ্ডীগড়ের সেক্টর ৩৩-এর গভার্নমেন্ট মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সে। আইটি নিয়ে পড়াশোনা করছে। অগস্টেই আমেরিকা রওনা দেবে সে।

Advertisement

আরও পড়ুন: হরিয়ানার এই ছাত্র গুগ্‌লে দেড় কোটির চাকরি পায়নি?

১০ বছর বয়স থেকেই ডিজাইনিংয়ে ঝোঁক হর্ষিতের। ছোটবেলা থেকে কাকাই তাকে এ ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছেন। কাকার কাছেই লুকিয়ে প্রথম ডিজাইনিংয়ে হাতেখড়ি। নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই এই শিক্ষাকে কাজে লাগাতে শুরু করে হর্ষিত। তখন থেকেই বলিউড এবং হলিউড ফিল্মের পোস্টার ডিজাইন করে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা উপার্জনও করত। এমনকী, ডিজিটাল ইন্ডিয়ায় তার কাজের জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে তাকে ৭০০০ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন: গাছে জল দিচ্ছেন দেড় বছর আগে মৃত মা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন