বিলালকে নিয়ে অন্য সুর

জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, কাওয়া আদতে শ্রীনগরের ওল্ড সিটি এলাকার বাসিন্দা। নয়াদিল্লির সদর বাজারেও তার একটি বাড়ি রয়েছে। রাজধানীতে সে চর্মজাত পণ্যের ব্যবসা করত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ০৩:২৩
Share:

লাল কেল্লায় হামলার মামলায় অভিযুক্ত বিলাল কাওয়ার বিরুদ্ধে তাদের কাছে কোনও প্রমাণ নেই বলে জানাল জম্মু-কাশ্মীর পুলিশ।

Advertisement

প্রায় দু’দশক আগের লাল কেল্লা হামলায় যুক্ত কাওয়াকে সম্প্রতি যৌথ ভাবে গ্রেফতার করেছে দিল্লি ও গুজরাত পুলিশের দু’টি দল। তাদের দাবি, কাওয়া এত দিন ‘ফেরার’ ছিল। কিন্তু উত্তর শ্রীনগরের পুলিশ সুপার সাজাদ আহমেদ লোন জানিয়েছেন, কাওয়ার বিরুদ্ধে কোনও প্রমাণ তাঁদের হাতে নেই। এমনকী সে যে দাগি আসামি তাও তাঁদের জানা ছিল না।

জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, কাওয়া আদতে শ্রীনগরের ওল্ড সিটি এলাকার বাসিন্দা। নয়াদিল্লির সদর বাজারেও তার একটি বাড়ি রয়েছে। রাজধানীতে সে চর্মজাত পণ্যের ব্যবসা করত।

Advertisement

কাওয়ার পরিবারের দাবি, কিছু জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে তাকে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে গ্রেফতার করা হয়। দিল্লি ও গুজরাত পুলিশের দাবি পুরোপুরি মিথ্যে।
কাওয়ার এক আত্মীয়ের কথায়, ‘‘পুলিশ আমাদের জানায় কাওয়াকে ছেড়ে দেওয়া হবে। এই গ্রেফতারির কথা কাউকে জানাতেও নিষেধ করা হয়। পরে পুলিশই সংবাদমাধ্যমে খবর প্রকাশ করে দেয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন