Flood

অসম, বিহারে বন্যার বলি অন্তত ৫২, আক্রান্ত ৪৫ লক্ষ, প্লাবিত ৭ রাজ্য

ভয়াবহ বন্যায় ডুবে গিয়েছে অসম, বিহার সহ দেশের অন্তত ছ’টি রাজ্য। তার মদ্যেমৃত্যু হয়েছে কম করে ৫২ জনের। যদিও অসমর্থিত সূত্রের খবর, শুধু অসম আর বিহারেই বন্যায় মৃতের সংখ্যা ৭০ ছাড়িয়ে গিয়েছে। অসম ও বিহারে বন্যাকবলিত হয়েছেন প্রায় ৪৫ লক্ষ মানুষ। অসমে ব্রহ্মপুত্র সহ ৯টি নদী বিপদ-সীমার ওপর দিয়ে বইছে। জলে ডুবে গিয়েছে ২১টি জেলার প্রায় সাড়ে তিন হাজার গ্রাম। কাজিরাঙ্গা অভয়ারণ্যের বেশির ভাগটাই ডুবে গিয়েছে জলের তলায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৬ ১৮:০৮
Share:

বানভাসি অসম। ছবি- ইন্টারনেট।

ভয়াবহ বন্যায় ডুবে গিয়েছে অসম, বিহার সহ দেশের অন্তত ছ’টি রাজ্য। তার মদ্যেমৃত্যু হয়েছে কম করে ৫২ জনের। যদিও অসমর্থিত সূত্রের খবর, শুধু অসম আর বিহারেই বন্যায় মৃতের সংখ্যা ৭০ ছাড়িয়ে গিয়েছে। অসম ও বিহারে বন্যাকবলিত হয়েছেন প্রায় ৪৫ লক্ষ মানুষ। অসমে ব্রহ্মপুত্র সহ ৯টি নদী বিপদ-সীমার ওপর দিয়ে বইছে। জলে ডুবে গিয়েছে ২১টি জেলার প্রায় সাড়ে তিন হাজার গ্রাম। কাজিরাঙ্গা অভয়ারণ্যের বেশির ভাগটাই ডুবে গিয়েছে জলের তলায়। জলের তোড়ে ভেসে গিয়েছে জাতীয় সড়ক, বহু রাস্তা। ভেঙে পড়েছে বহু সেতু। পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার অসমের বন্যাকবলিত এলাকাগুলি ঘুরে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। রাজ্যে সবচেয়ে বেশি বন্যার কবলে পড়া তিন জেলা- নগাঁও, মরিগাঁও ও কাজিরাঙ্গার দুর্গত এলাকাগুলি আজ হেলিকপ্টারে পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গী হন স্বরাষ্ট্র-প্রতিমন্ত্রী কিরেন রিজুজু ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জিতেন্দ্র সিংহ। পরে রাজ্যের বন্যা-পরিস্থিতি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে বৈঠক করেন রাজনাথ। বন্যা-দুর্গত এলাকাগুলি এ দিন ঘুরে দেখেছেন অসমের মুখ্যমন্ত্রীও। বন্যায় ভয়াবহ অবস্থা হয়েছে বিহারেরও। বন্যা-দুর্গতদের উদ্ধার করতে সেনাবাহিনীর ৯টি কলাম নামানো হয়েছে অসম ও বিহারে। জলে ডুবে গিয়েছে মুম্বই সহ মহারাষ্ট্রের একটা বড় অংশ, বেঙ্গালুরু আর উত্তরপ্রদেশেরও একটা অংশ। বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে তামিলনাড়ুতেও।

Advertisement

গত দু’দিনের তুমুল বর্ষণে জমা জলে থমকে গিয়ে শুক্রবার সংবাদের শিরোনামে এসেছিল হরিয়ানার গুরগাঁও আর কর্নাটকের বেঙ্গালুরু। আজ বানভাসি হয়ে সকলেরই নজর কেড়ে নিয়েছে অসম আর বিহার।

বিহারে বন্যাকবলিত হয়েছে পূর্ণিয়া, ভাগলপুর, কাটিহার, কিষেণগঞ্জ, সুপৌল সহ বিস্তীর্ণ একটি এলাকা। মহানন্দা নদীর জল বিপদ-সীমার ওপর দিয়ে বইছে। বন্যায় ভেসে গিয়েছে উত্তরপ্রদেশের একটি বড় অংশ। হাজার হাজার একর চাষের জমি ভেসে গিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে খরিফ শস্যের। বন্যাদুর্গত মানুষের জন্য রাজ্যে ৪১টি ত্রাণ শিবির খুলেছে উত্তরপ্রদেশ সরকার। নদীগুলির জল হুড়মুড়িয়ে বাড়ছে দেখে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে উত্তর-পশ্চিম তামিলনাড়ুর জেলাগুলিতে। গত কয়েক দিন ধরে তুমুল বর্ষণ হয়ে চলেছে বেঙ্গালুরু সহ দক্ষিণ কর্নাটকের বিভিন্ন জেলায়। হাই-টেক বেঙ্গালুরু শহরটা প্রায় জলে ডুবেই গিয়েছে বলা যায়। কাল থেকেই বেঙ্গালুরুর বেশ কয়েকটি রাস্তায় নৌকো নেমে পড়ে। তুমুল বর্ষণে মুম্বই সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Advertisement

আরও পড়ুন- যানজটে স্তব্ধ গুড়গাঁও, টুইটে তুফান নেতাদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন