National News

হাত ধরে ‘ভালবাসি’ বলায় এক বছর জেলে

‘আই লভ ইউ’। ভালবাসার মেয়েটির হাত ধরে এই তিনটি শব্দই উচ্চারণ করেছিলেন যুবক। ফল পেলেন একেবারে হাতে নাতে। না, কিশোরীর ভালবাসা পাওয়ার সৌভাগ্য হয়নি। বদলে হাতকড়া পড়েছিল হাতে! এক বছর গরাদের পিছনে কেটেছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ১৭:৪৯
Share:

প্রতীকী ছবি

‘আই লভ ইউ’। ভালবাসার মেয়েটির হাত ধরে এই তিনটি শব্দই উচ্চারণ করেছিলেন যুবক। ফল পেলেন একেবারে হাতে নাতে। না, কিশোরীর ভালবাসা পাওয়ার সৌভাগ্য হয়নি। বদলে হাতকড়া পড়েছিল হাতে! এক বছর গরাদের পিছনে কেটেছিল। আরও মাস ছয়েক জামিনে মুক্ত থাকার পর, অবশেষে আদালত থেকে বেকসুর খালাস পেলেন সেই অভিযুক্ত।

Advertisement

২২ বছরের যুবক খাদসে মুম্বইয়ের বাসিন্দা। পাশের পাড়ার ১৬ বছরের এক কিশোরীকে পছন্দ ছিল তাঁর। অভিযোগ ওঠে, ২০১৫-র ৬ অক্টোবর টিউশন থেকে ফেরার সময় ওই কিশোরীকে প্রেম নিবেদন করেছিলেন খাদসে। হাত ধরে ‘ভালবাসি’ও বলেছিলেন। কিন্তু এই ঘটনাতেই ভয় পেয়ে যায় ওই কিশোরী। বাড়ি ফিরে গোটা ঘটনাটি মা-কে জানায় সে। এর পরেই ব্যক্তিগত ভাবে পুরো বিষয়টির মিটমাট করে নিতে চায় কিশোরীর পরিবার। কিন্তু কিশোরীর মায়ের অভিযোগ, সে সময় তাঁদের কোনও কথাই শুনতে রাজি ছিল না খাদসের পরিবার। এমনকী তাঁরা ‘যা খুশি করে নিন’ বলে হুমকিও দিয়েছিলেন। এতেই আরও ভয় পেয়ে গিয়েছিল ওই কিশোরী। এরপরেই ২০১৫-র ৮ অক্টোবর এফআইআর দায়ের করে কিশোরীর পরিবার।

আরও পড়ুন: বাহুবলী দেখতে চার্টার্ড বিমানে বাংলাদেশ থেকে কলকাতা এলেন ৪০ জন

Advertisement

নাবালিকাকে হেনস্থা করার অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে। ২৯ অক্টোবর তাঁকে গ্রেফতার করে পুলিশ। এক বছর জেল খাটার পর ২০১৬-র ১৯ অক্টোবর জামিনে মুক্তি পান খাদসে। সম্প্রতি মুম্বইয়ের দিনদোশী আদালত, প্রটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স (পকসো) আইনে অভিযুক্ত ওই যুবককে বেকসুর খালাস করে দেয়। আদালত জানায়, সত্যিই সে দিন খাদসে ওই কিশোরীকে হেনস্থা করেছিলেন কী না, তার প্রমাণ পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন