দিল্লি বিমানবন্দরের ভল্ট থেকে ২৪ কেজি সোনা হাপিস্!

সিল করা প্যাকেটটা হাতে নিয়েই চমকে গিয়েছিলেন বিমানবন্দরের শুল্ক দফতরের অফিসারেরা। বড় ব়ড় হরফে যার ওজন লেখা ১.২৭ কেজি, তা এত হালকা লাগছে কেন? প্যাকেট খুলে দেখা গেল, তাতে রয়েছে মাত্র ৫০০ গ্রাম সোনা। বাকিটা হলুদ রঙের নকল সোনা দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। নিউ দিল্লির ইন্দিরা গাঁধী বিমানবন্দরে সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৬ ১৭:১৩
Share:

সিল করা প্যাকেটটা হাতে নিয়েই চমকে গিয়েছিলেন বিমানবন্দরের শুল্ক দফতরের অফিসারেরা। বড় ব়ড় হরফে যার ওজন লেখা ১.২৭ কেজি, তা এত হালকা লাগছে কেন? প্যাকেট খুলে দেখা গেল, তাতে রয়েছে মাত্র ৫০০ গ্রাম সোনা। বাকিটা হলুদ রঙের নকল সোনা দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। নিউ দিল্লির ইন্দিরা গাঁধী বিমানবন্দরে সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে। যা দেখে হতবাক বিমানবন্দরের কর্তারাও। অভিযোগ জানানো হয়েছে পুলিশে।

Advertisement

শুল্ক দফতর সূত্রের খবর, ১৯৮৯ সালের ২৪ জুলাই ইব্রাহিম হানিফ নামে এক ব্যক্তির কাছ থেকে এই সোনা বাজেয়াপ্ত করা হয়েছিল। রাখা ছিল ভল্টে। গত মঙ্গলবার শুল্ক দফতরের কয়েকজন অফিসার ভল্ট পরিদর্শনে আসেন। তখনই বিষয়টা নজরে আসে তাঁদের। প্যাকেটটা হালকা মনে হওয়ায় সিল খুলিয়ে দেখতে চান। প্যাকেটের ভিতরে বাজেয়াপ্ত সোনার মাত্র ৫০০ গ্রাম ছিল। বাকিটা একই রকম দেখতে হলুদ রঙের বস্তু দিয়ে ভর্তি করা হয়েছিল। খুব সুক্ষ্মভাবে সোনা বের করে নিয়ে তা আবার সিলও করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধবিমানের ককপিট আজ তিন ভারত-কন্যারও

Advertisement

কোথায় গেল সোনা? ছানবিন করতে গিয়েই চোখ কপালে ওঠে অফিসারদের। শুধু এই একটি ঘটনাই নয়, সব মিলিয়ে ভল্ট থেকে নিখোঁজ হয়ে যাওয়া সোনার পরিমাণ মোট ২৪ কেজি! অনেক বছর ধরেই যা অল্প অল্প করে ভল্ট থেকে বের করে নেওয়া হচ্ছে। প্রতি ক্ষেত্রেই আবার একইভাবে প্যাকেটে সোনার বিনিময়ে কাছাকাছি দেখতে কোনও বস্তু রেখে দিয়ে সিল করা হয়েছে।

ভল্টের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেখানে কড়া নিরাপত্তা রয়েছে। কয়েকজন অফিসার ছাড়া ভল্টে কেউ প্রবেশ করতেও পারেন না। তা হলে এমন ঘটনা ঘটছে কী করে? তাহলে কি শুল্ক দফতরের অফিসারদের কেউ কেউ এই ঘটনার সঙ্গে জড়িত? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে কর্তৃপক্ষকে। চুরির কিনারা করতে বিগত ২০ বছর ধরে যে সমস্ত অফিসারেরা ভল্টের দায়িত্বে ছিলেন তাঁদের তালিকা চেয়ে পাঠিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন