Assam

অসমে আজ তৃতীয় দফায় ভোট ৪০টি আসনে

প্রথম দু’দফায় ৮০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে। গত বার তৃতীয় দফার এই ৪০টি কেন্দ্রে ভোট পড়েছিল ৮৬.৯ শতাংশে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ০৬:৩৬
Share:

গুয়াহাটির মণিরাম দেওয়ার ট্রেড সেন্টারের ভোটকেন্দ্রে ভোটকর্মীর দল। ছবি: পীতাম্বর নেয়ার।

অসমে তৃতীয় তথা শেষ দফার নির্বাচন মঙ্গলবার। ভোট হবে ১২টি জেলার ৪০টি আসনে। নরেন্দ্র মোদী ও অমিত শাহ দাবি করছেন, উজানি ও মধ্য অসমে প্রথম দু’দফার ভোটেই সরকার গড়ার মতো আসন বিজেপি পেয়ে গিয়েছে। উজানির সিংহভাগ আসনই পাচ্ছে বিজেপি জোট। যদিও কংগ্রেস আজ দাবি করেছে, উজানি অসমে তারা অন্তত ১৭টি আসনে জিতবে। প্রচারপর্ব শেষ হওয়ার পরেও কংগ্রেস তাদের ৫ গ্যারান্টি নিয়ে সেশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে যাওয়ায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি।

Advertisement

প্রথম দু’দফায় ৮০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে। গত বার তৃতীয় দফার এই ৪০টি কেন্দ্রে ভোট পড়েছিল ৮৬.৯ শতাংশে। লড়াইয়ে রয়েছেন ২৯ জন বর্তমান বিধায়ক। তাঁদের মধ্যে ৯ জন বিজেপি ও ৮ জন কংগ্রেসের। তৃতীয় দফার ভোটে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, চন্দ্রমোহন পটোয়ারী, প্রমীলারানি ব্রহ্ম, সিদ্ধার্থ ভট্টাচার্য, ফণীভূষণ চৌধুরী, বিজেপি সভাপতি রণজিৎকুমার দাস, কোকরাঝাড়ের সাংসদ নব শরণীয়া, ভোজপুরি কুইন হিসেবে পরিচিত গায়িকা কল্পনা পটোয়ারী, অসম সাহিত্যসভার প্রাক্তন সভাপতি পরমানন্দ রাজবংশী।

ভোটে অসম
• আজ: ১২টি জেলায়
• বিধানসভা কেন্দ্র: ৪০টি
• প্রার্থী: ৩৩৭ জন (পুরুষ: ৩১২, মহিলা: ২৫)
• ভোটার: ৭৯,১৯,৬৪১
• মোট বুথ: ১১৪০১

Advertisement

তৃতীয় দফার ভোটে রয়েছে বড়োভূমিও। পরিষদের ভোটে বিপিএফ একক বৃহত্তম হয়েছিল। বর্তমানে বড়োভূমির ১২টি আসনই তাদের হাতে রয়েছে। বড়োভূমির দখল কাদের কাছে থাকছে, তা পরবর্তী সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। বিপিএফ গত বার বিজেপির শরিক থাকলেও এ বার তারা ফের কংগ্রেসের হাত ধরেছে। মিত্রজোট বনাম মহাজোটের লড়াইয়ে তৃতীয় দফায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সংখ্যালঘু অধ্যুষিত ১৪টি কেন্দ্র। কারণ কংগ্রেস ও ইউডিএফ এবার জোট বেঁধে লড়ছে। তৃতীয় দফায় বিজেপি ২০, কংগ্রেস ২৪, অগপ ১৩, অজাপ ২২, এআইইউডিএফ ১২, বিপিএফ ৮ এবং ইউপিপিএল ৮টি আসনে লড়ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন