সিনেমা হলে জাতীয় সঙ্গীত চলাকালীন না দাঁড়ানোয় গ্রেফতার ৩ কাশ্মীরি পড়ুয়া

হায়দরাবাদের উপ্পারপল্লীর মন্ত্র হলে বরেলি কি বরফি ছবিটি দেখতে যান তাঁরা। ছবি শুরুর আগে জাতীয় সঙ্গীত চলার সময় সব দর্শক উঠে দাঁড়ালেও তাঁরা তিন জন বসেই ছিলেন বলে অভিযোগ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৭ ১০:০০
Share:

ফাইল চিত্র।

সিনেমা হলে জাতীয় সঙ্গীত শুনে উঠে দাঁড়াননি। সেই ‌অপরাধে হায়দরাবাদে ৩ কাশ্মীরি পড়ুয়াকে আটক করল পুলিশ। পরে অবশ্য জামিন পেয়ে যান তাঁরা।

Advertisement

ওই তিন ছাত্র আল হাবিব ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া। হায়দরাবাদের উপ্পারপল্লীর মন্ত্র হলে ‘বরেলি কি বরফি’ ছবিটি দেখতে যান তাঁরা। ছবি শুরুর আগে জাতীয় সঙ্গীত চলার সময় সব দর্শক উঠে দাঁড়ালেও তাঁরা তিন জন বসেই ছিলেন বলে অভিযোগ।

যদিও পুলিশের কাছে তাঁদের দাবি, হলে ঢুকতে দেরি হয়ে যাওয়ায় নিজেদের আসন খুঁজে পেতে অসুবিধে হচ্ছিল তাঁদের। তখন জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাওয়ায় তাঁরা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে পারেননি। পিছন থেকে একজন খোঁচা দেওয়ায় তাঁরা উঠে দাঁড়ান। জাতীয় সঙ্গীত শেষ হলে পিছনের আসনের এক ব্যক্তি তাঁদের নাম, ঠিকানা জিজ্ঞাসা করেন। এর পর তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়।

Advertisement

আরও পড়ুন: রজনীকে রাজনীতিতে নামাতে ভক্তেরা রাস্তায়

স্থানীয় রাজেন্দ্র নগর থানার পুলিশ ওই তিন পড়ুয়ার বিরুদ্ধে ১৯৭১ সালের জাতীয় অবমাননা প্রতিরোধ আইনের ২ ধারায় মামলা দায়ের করেছে। এক রাত জেলে কাটানোর পর তাঁরা জামিন পেয়েছেন। পুলিশের দাবি, জাতীয় সঙ্গীত চলছে বুঝতে পারেননি বলে ওই যুবকরা যে দাবি করেছেন, তা ঠিক নয়। হল ম্যানেজার জানিয়েছেন, অন্যান্য দর্শকরা বারবার বলা সত্ত্বেও তাঁরা উঠে দাঁড়ানোর কোনও আগ্রহ দেখাননি। গানের একেবারে শেষে অত্যন্ত অনিচ্ছার সঙ্গে উঠে দাঁড়ান তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন