৩ জঙ্গি হত

যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইতে তিন জঙ্গি মারা গেল। জখম হল ১ জন। কার্বি আংলং জেলার ঘটনা। পুলিশ জানায়, আগাম খবরের ভিত্তিতে গোর্খা রাইফেলস ও পুলিশের যৌথ বাহিনী মাঞ্জার জুলিয়ান গ্রামে হানা দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ০৩:৫৩
Share:

যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইতে তিন জঙ্গি মারা গেল। জখম হল ১ জন। কার্বি আংলং জেলার ঘটনা। পুলিশ জানায়, আগাম খবরের ভিত্তিতে গোর্খা রাইফেলস ও পুলিশের যৌথ বাহিনী মাঞ্জার জুলিয়ান গ্রামে হানা দেয়। সেখানে ইউকেডিএ জঙ্গিদের সঙ্গে দফায় দফায় তাদের গুলির লড়াই চলে। তিন জঙ্গি মারা যায়। একজন জখম হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় পায়ে হেঁটে দেহগুলি নিয়ে আগামী কাল থেকে শহরে পৌছবেন জওয়ানরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement