Jharkhand

গিরিডিতে মাওবাদী-সিআরপি সঙ্ঘর্ষে হত তিন মাওবাদী, প্রাণ হারালেন এক সিআরপি জওয়ান

এলাকায় নিরাপত্তাবাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। তাদের পাল্টা জবাব দেন সিআরপি জওয়ানরাও।

Advertisement

সংবাদ সংস্থা

গিরিডি শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৯ ১৫:২৩
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

সাত সকালে ঝাড়খণ্ডের গিরিডিতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সঙ্ঘর্ষ মাওবাদীদের। তাতে তিন মাওবাদীর মৃত্যু হয়েছে। সঙ্ঘর্ষে প্রাণ হারিয়েছেন এক সিআরপি জওয়ানও।

Advertisement

চতুর্থ দফা থেকে ভোট শুরু হচ্ছে ঝাড়খণ্ডে। রাঁচি থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত গিরিডিতে নির্বাচন ষষ্ঠ দফায়। তার আগে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করার উদ্যোগ শুরু হয়েছে। সেই মতো সোমবার সকাল ৬টা নাগাদ বেলবা ঘাট এলাকার জঙ্গলে তল্লাশি অভিযানে নামে সিআরপি-র সপ্তম ব্যাটেলিয়ন।

এলাকায় নিরাপত্তাবাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। তাদের পাল্টা জবাব দেন সিআরপি জওয়ানরাও। বেশ কিছু ক্ষণ গুলি বিনিময় চলার পর চম্পট দেয় মাওবাদীরা। পরে সেখান থেকে তিনজনের দেহ উদ্ধার হয়। মেলে একটি একে-৪৭ রাইফেল, তিনটি বুলেট ম্যাগাজিন ও চারটি পাইপ বোমা। এলাকায় আরও কোনও মাওবাদী লুকিয়ে রয়েছে কিনা, দেখতে তল্লাশি অভিযান চলছে।

Advertisement

আরও পড়ুন: না ঘুমিয়ে কর্তব্য পালন করুন, সুপ্রিম কোর্টে তিরস্কৃত নির্বাচন কমিশন

আরও পড়ুন: রাফাল নিয়ে পাল্টা চাপে রাহুল, রায়ের ভুল ব্যাখ্যার অভিযোগে জবাব তলব সুপ্রিম কোর্টের​

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন