ভিডিওয় ৬ জঙ্গিকে বরফ নিয়ে খেলা করতে দেখা গিয়েছিল ক’দিন আগে। আজ ভোররাতে দক্ষিণ কাশ্মীরের পহলগামে সেনার সঙ্গে সংঘর্ষে খতম হল তাদের মধ্যে তিন জন। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশ। সেনা অভিযানের নেতৃত্বে বঙ্গসন্তান রাজা চক্রবর্তী।
হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তইবার জঙ্গিদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে এক জঙ্গি কম্যান্ডারের কাছে পর পর হিজবুল ও লস্করের সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে কিছু যুবক। ভিডিও খতিয়ে দেখে গোয়েন্দারা জানান, লস্কর ও হিজবুলের ঘনিষ্ঠতা বেড়েছে। প্রয়োজনে একে অপরের হামলার দায়ও নিচ্ছে তারা।
সেনা সূত্রের দাবি, ওই ভিডিওতে হাজির ছ’জনের মধ্যেই তিন জন ঘাঁটি গেড়েছিল পহলগামের আউরা গ্রামে। আদিল আহমেদ রেশি, আবিদ আহমেদ শেখ ও মাসুদ আহমেদ শাহ অনন্তনাগে বিজবেহারা শহরের বাসিন্দা। নির্দিষ্ট তথ্য পেয়ে রাষ্ট্রীয় রাইফেলসের ১ নম্বর সেক্টরের কম্যান্ডার রাজা চক্রবর্তীর নেতৃত্বে গত কাল হানা দেয় বাহিনী। জওয়ানদের উপরে গুলিবৃষ্টি করে পালাতে চেষ্টা করে জঙ্গিরা। কিন্তু বাহিনী গোটা গ্রাম ঘিরে ফেলে। অন্ধকারে স্থানীয় বাসিন্দাদের প্রাণহানি হওয়ার আশঙ্কা থাকায় রাতে অভিযান বন্ধ রাখা হয়।
আজ ভোররাতে ফের শুরু হয় গুলির লড়়াই। ১১ ঘণ্টা সংঘর্ষের পরে নিহত হয় তিন জঙ্গি। তাদের কাছ থেকে তিনটি এ কে-৪৭ রাইফেল-সহ প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।