Fire Breaks Out in Hospital

হাসপাতালের ওয়ার্ডে আগুন, ৩০টি শিশুকে সরানো হয়েছে নিরাপদ স্থানে

সোমবার রাতে হাসপাতালের দু’টি ওয়ার্ডের এসির লাইন থেকে ধোঁয়া বার হতে দেখেন কর্মীরা। ওই ওয়ার্ডে ভর্তি ছিল শিশুরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

জয়পুর শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ১৭:১৪
Share:

হাসপাতালের দুই ওয়ার্ড থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। ছবি: সংগৃহীত।

রাজস্থানের একটি হাসপাতালে আগুন। দ্রুত নিরাপদ স্থানে সরানো হয়েছে ৩০টি শিশুকে। জে কে লোন হাসপাতালের ঘটনা।

Advertisement

সোমবার রাতে হাসপাতালের দু’টি ওয়ার্ডের এসির লাইন থেকে ধোঁয়া বার হতে দেখেন কর্মীরা। ওই ওয়ার্ডে ভর্তি ছিল শিশুরা। হাসপাতালের সুপার কৈলাশ মিনা বলেন, ‘‘রেসিডেন্ট চিকিৎসক এবং নার্সেরা সঙ্গে সঙ্গে সতর্ক করেন সকলকে। ওই ওয়ার্ডে ভর্তি ৩০টি শিশুকে অন্য ওয়ার্ডে পাঠানো হয়।’’

এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন হাসপাতালের সুপার কৈলাশ। তিনি জানান, হাসপাতালের কর্মীরা নিজেদের চেষ্টাতেই আগুন নিভিয়েছেন। দমকলকে ডাকার প্রয়োজন হয়নি। শিশুদের ওই বিভাগ সদ্যই তৈরি করা হয়েছে। কী ভাবে সেখানে আগুন লাগল, তা খতিয়ে দেখার জন্য কমিটি তৈরি করা হবে। কারও দোষ ধরা পড়লে তাঁকে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন কৈলাশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন