জুহুর বিচে ভেসে এল ৩৫ ফুট তিমির দেহ

জুহুর সমুদ্রতটে ভেসে এল ৩৫ ফুট তিমির দেহ। বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে ব্রাইড’স হোয়েল প্রজাতির তিমিটি। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে ভেসে আসার এক-দু’দিন আগে চার টনের তিমিটির মৃত্যু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৬ ১০:২০
Share:

জুহুর সমুদ্রতটে ভেসে এল ৩৫ ফুট তিমির দেহ। বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে ব্রাইড’স হোয়েল প্রজাতির তিমিটি। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে ভেসে আসার এক-দু’দিন আগে চার টনের তিমিটির মৃত্যু হয়েছে।

Advertisement

শরীরের বাইরের অংশে কোনও আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ জানতে চার জন চিকিত্সকের এক দলের অটপ্সি করার কথা রয়েছে আজ।

এর আগে গত ১৩ জানুয়ারি তুতিকোরিনের তিরুচেন্দর সমুদ্রতটে ৩৮টি বালিন হোয়েলের দেহ ভেসে এসেছিল। প্রায় ২৫০টি তিমিকে জীবন্ত অবস্থায় সমুদ্রে ফেরত পাঠানো হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement