মঙ্গলবার দুপুরে হাওড়ামুখী দুন এক্সপ্রেসের পাঁচটি কামরা লাইনচ্যুত হয়েছে। তবে ফৈজাবাদ স্টেশনের কাছে এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছেন রেলের সেফটি কমিশনার। রেল সূত্রের খবর, এই দিন দুপুর ২টো নাগাদ ফৈজাবাদ স্টেশনে পৌঁছয় দুন এক্সপ্রেস। এর পরে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় কারশেডের কাছে আচমকাই বিকট আওয়াজ করে পিছন দিকের পর পর পাঁচটি কামরায় লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাস্থলে যায় অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন। রেল সূত্রের খবর, পরে ট্রেনটির পিছনের পাঁচটি কামরা কেটে এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ ফের যাত্রা শুরু করে দুন এক্সপ্রেস। পিছনের পাঁচটি কামরার মধ্যে ছিল তিনটি সংরক্ষিত স্লিপার কামরা। রেল কর্তারা জানিয়েছেন, পাঁচটি কামরার যাত্রীদের অন্য কামরাগুলিতে জায়গা করে দেওয়া হয়। এ দিকে, সোমবার শেষ রাতে তিরুঅন্তপুরমের কাছে একটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। ফলে দক্ষিণ রেলের ওই রুটেও সোমবার রাত থেকে ট্রেন চলাচল বিপর্যস্ত রয়েছে।