উধারবন্দে বাস উল্টে জখম ২৫

উধারবন্দে বাস দুর্ঘটনায় ২৫ জনের বেশি জখম হয়েছেন। পাঁচ জনের চোট গুরুতর। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে আজ সকাল সাড়ে ১০টায়। কাছাড় জেলার ছয়মাইল এলাকায় অনেক দিন রাস্তা খারাপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৬ ০৩:০০
Share:

উধারবন্দে বাস দুর্ঘটনায় ২৫ জনের বেশি জখম হয়েছেন। পাঁচ জনের চোট গুরুতর।

Advertisement

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে আজ সকাল সাড়ে ১০টায়। কাছাড় জেলার ছয়মাইল এলাকায় অনেক দিন রাস্তা খারাপ। বহু কষ্টে যানবাহন চলে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, এ দিনও চালক গর্ত বাঁচিয়ে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। উল্টে যায় বাস। স্থানীয় জনতাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে সেখানে যান এলাকার বিধায়ক মিহিরকান্তি সোম। জখমদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চল্লিশের বেশি যাত্রী ছিলেন বাসে। ২৫ জন কমবেশি জখম হন। ছিলেন মহিলা-শিশুরাও। কানাইলাল পাল নামে এক প্রৌঢ় যাত্রীর দাঁতের পাটি বেরিয়ে আসে। জায়াদ আলির চোটও মারাত্মক।

তবে অল্পের জন্য প্রাণহানির ঘটনা থেকে রেহাই মিলল। রাস্তার পাশে যেখানে বাসটি পড়েছে, এর পাশেই চাষের জমিতে বৃষ্টির জল জমেছিল। সেই জলে পড়লে কয়েক জনের মারা যাওয়ার আশঙ্কা ছিল। উদ্ধারের কাজেও সমস্যা হতো। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরই বাসচালক পালিয়ে গিয়েছেন।

Advertisement

কয়েক দিন থেকে এই অঞ্চলে দুর্ঘটনা বেড়ে যাওয়ার জন্য রাস্তাঘাটকে দায়ী করেন বিজেপি বিধায়ক মিহিরকান্তি সোম। তিনি বলেন, ‘‘১০০ শতাংশ রাস্তাই খারাপ।’’ সেইসঙ্গে নানা প্রকল্পের কথা শুনিয়ে তিনি আশ্বস্ত করেন, শীঘ্র উধারবন্দে রাস্তার কাজ শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন