মুখ্যমন্ত্রীর শ্যালকের স্ত্রীর গাড়ি ‘নো-পার্কিং জোন’ থেকে সরাতে বলায় হাজতবাস করতে হল মণিপুরের এক ইনস্পেক্টর ও তাঁর সহকর্মীদের! এমনই কাণ্ড ঘটেছে মণিপুরে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ইম্ফলের ইমা বাজারের কাছে রাতে একটি গাড়ি নো-পার্কি এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখে কর্তব্যরত কুইক রেসপন্স টিমের ইনস্পেক্টর গীতচন্দ্র ও এসআই কুমার জওয়ানদের নিয়ে সেখানে হাজির হন। তাঁদের দাবি, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। ভিতরে ছিলেন দুই মহিলা ও এক পুরুষ। গাড়ি সরাতে বলায় পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন যাত্রীরা। দাবি করেন, তাঁরা মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহের আত্মীয়। পুলিশদের ধাক্কা মারেন। অভিযোগ, গীতচন্দ্রও গাড়ির চালককে থাপ্পড় মারেন। গাড়ির আরোহীরা মুখ্যমন্ত্রী শ্যালক তথা থৌবালের বাসিন্দা গজেনকে ফোন করে অভিযোগ জানান।
পুলিশ সূত্রে খবর মিলেছে, পর দিন গীতচন্দ্র, সাব ইনস্পেক্টর কুমার ও ঘটনায় সময় তাঁদের সঙ্গে থাকা তিন জওয়ানকে রাজ্য পুলিশের সদর দফতরে ডেকে পাঠানো হয়। তাঁদের সকলের অস্ত্র জমা নিয়ে হাজতে ঢুকিয়ে দেওয়া হয়। ঊর্ধতন কর্তৃপক্ষ জানান, মুখ্যমন্ত্রীর শ্যালকের নির্দেশেই এমন করা হচ্ছে। এ নিয়ে পশ্চিম ইম্ফল জেলার পুলিশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী কোনও মন্তব্য করেননি।