ক্রেশে শিশুকে লাগাতার ধর্ষণ, ধৃত বৃদ্ধ

দিনের পর দিন একটি নাবালিকা ‘নাতনি’কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল ৬২ বছরের দাদুকে। শিশুটি একটি ক্রেশে পড়াশোনা করত। ক্রেশ মালিকের শ্বশুর অরুণ সিংহ দিনের পর দিন ক্রেশের ওই ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। শিশুটি অরুণ সিংহকে দাদু বলে ডাকত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৬ ১৯:০৯
Share:

দিনের পর দিন একটি নাবালিকা ‘নাতনি’কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল ৬২ বছরের দাদুকে। শিশুটি একটি ক্রেশে পড়াশোনা করত। ক্রেশ মালিকের শ্বশুর অরুণ সিংহ দিনের পর দিন ক্রেশের ওই ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। শিশুটি অরুণ সিংহকে দাদু বলে ডাকত।

Advertisement

ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন মাস আগে ওই ক্রেশে মেয়েটিকে ভর্তি করা হয়। সম্প্রতি মেয়েটি তার অভিভাবকদের জানায় যে দাদু (অরুণ সিংহ) তার সঙ্গে কী ধরনের অশালীন ব্যবহার করছে। তার পরই পুলিশের দ্বারস্থ হন মেয়েটির অভিভাবকরা। বুধবার গাজিয়াবাদের পুলিশ ক্রেশ মালিকের শ্বশুর অরুণ সিংহকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ফৌজদারি আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement