National News

রহস্যময়! অন্ধ্রের লেকে ভেসে উঠল সাত জনের দেহ

যদিও পুলিশ সুপার নাগি রেড্ডি জানান, দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:০২
Share:

অন্ধ্রপ্রদেশের একটি হ্রদে রহস্যজনক ভেসে উঠল সাতটি দেহ। রবিবার সকালের ঘটনা।

Advertisement

এই ঘটনায় কাডাপা জেলায় শোরগোল পড়ে যায়। ওই জেলার ওন্টিমিত্তায় এ দিন সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে লক্ষ্য করেন বিষয়টি। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁরা।

কিন্তু এতগুলো মানুষের দেহ এল কোথা থেকে? খুন না আত্মহত্যা তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে।

Advertisement

আরও পড়ুন: আজও! ডাইনি অপবাদে মলমূত্র খাইয়ে, মাথা মুড়িয়ে ‘শোধন’

আরও পড়ুন: স্ত্রীকে নিয়ে পালানোয় কর্মচারীর চোখে অ্যাসিড ঢালল মালিক

যদিও পুলিশ সুপার নাগি রেড্ডি জানান, দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

এনডিটিভি-কে তিনি বলেন, “দেখে মনে হচ্ছে মানুষগুলোর মৃত্যু হয়েছে ২৪ বা ৪৮ ঘণ্টা আগে। দেহগুলো এমন ভাবে ফুলে ফেঁপে উঠেছে যে সনাক্ত করাই কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।”

তবে পুলিশের একটা সূত্র প্রাথমিক ভাবে সন্দেহ করছে মৃতেরা হয়ত বালি পাচারের জড়িত ছিল। তবে এ ব্যাপারে রেড স্যান্ডার্স অ্যান্টি-স্মাগলিং টাস্ক ফোর্স-এর প্রধান এম কান্ত রাও জানান, কাপাডা জেলায় সম্প্রতি কোনও অভিযান চালাননি তাঁরা। ফলে ওই দেহ কাদের সে বিষয়েও ধারণা নেই তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন