Woman

৭৯ শতাংশ মহিলা এবং ৭৮ শতাংশ পুরুষ চান কন্যা সন্তান

১৫ থেকে ৫৪ বছর বয়সী পুরুষদের মধ্যে ৭৮ শতাংশ কন্যা সন্তানের প্রতি আগ্রহী। ২০০৫-০৬ সালে সমীক্ষায় এই সংখ্যাটি ছিল যথাক্রমে ৭৪ শতাংশ এবং ৬৫ শতাংশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৮ ১৩:৪৯
Share:

প্রতীকী ছবি।

ক্ষমতায় আসার পরই দেশে কন্যা সন্তানের প্রতি সচেতনতার বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হয়েছিল ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প। মোদী সরকারের চার বছর পূর্তির এখনও মাস কয়েক বাকি। আর তার ঠিক আগেই এই প্রকল্পের সুফল হাতে পেল কেন্দ্র। এক সমীক্ষায় উঠে এল দেশে কন্যা সন্তানের প্রতি চাহিদা বৃদ্ধির ছবি।

Advertisement

সম্প্রতি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (এনএফএইচএস)-র তরফে দেশব্যাপী সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, ১৫ থেকে ৪৯ বয়সী মহিলাদের মধ্যে ৭৯ শতাংশ চান পরিবারে কম করে একটি কন্যা সন্তান। এরই রকম ভাবে, ১৫ থেকে ৫৪ বছর বয়সী পুরুষদের মধ্যে ৭৮ শতাংশ কন্যা সন্তানের প্রতি আগ্রহী। ২০০৫-০৬ সালে সমীক্ষায় এই সংখ্যাটি ছিল যথাক্রমে ৭৪ শতাংশ এবং ৬৫ শতাংশ।

সমীক্ষায় দেখা গিয়েছে, শহরের থেকে গ্রামীণ মহিলাদের মধ্যে কন্যা সন্তানের চাহিদার হার বেশি। শহর এলাকায় ৭৫ শতাংশ মহিলা কন্যা সন্তান চান, সেখানে ৮১ শতাংশ গ্রামীণ মহিলা কন্যা সন্তানের প্রতি আগ্রহী।

Advertisement

একই ছবি ধরা পড়েছে পুরুষদের ক্ষেত্রেও। শহরের ৭৫ শতাংশ পুরুষ পরিবারে কম করে একটি কন্যা সন্তানের প্রতি আগ্রহী। সেখানে গ্রামীণ ক্ষেত্রে এর শতকরা হার ৮০ শতাংশ।

তপসিলি জাতি, উপজাতি এবং পিছিয়ে পড়া অন্যান্য শ্রেণির মহিলাদের মধ্যেও এই শতকরা হার বেশ চমকপ্রদ। যেমন, তপসিলি জাতি এবং উপজাতির ক্ষেত্রে ৮১ শতাংশ এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির ৮০ শতাংশ মহিলা কন্যা সন্তানের প্রতি আগ্রহী। অন্য দিকে, দেশের ৮৪ শতাংশ তপসিলি জাতির পুরুষ এবং ৭৯ শতাংশ উপজাতির পুরুষ পরিবারে অন্তত একটি কন্যা সন্তান চান।

আরও পড়ুন: শিক্ষিতরাও সন্ত্রাসে, উদ্বেগ মোদীর

দেশব্যাপী এই সমীক্ষায় দেখা গিয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের ৮২ শতাংশ মহিলা এবং ৮৩ শতাংশ পুরুষ পরিবারে অন্তত একটি পুত্র সন্তানের প্রতি আগ্রহী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement