অগপতে পরিষদের ৯ কংগ্রেস সদস্য

উত্তর কাছাড় পার্বত্য পরিষদের চার কংগ্রেস সদস্য— দেবপ্রসাদ হোজাই, দেবজিৎ বাটারি, হাইলাকাম্বে কুয়ামে ডেনিশ টেরন সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাফলং শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ০৩:৩৮
Share:

উত্তর কাছাড় পার্বত্য পরিষদের চার কংগ্রেস সদস্য— দেবপ্রসাদ হোজাই, দেবজিৎ বাটারি, হাইলাকাম্বে কুয়ামে ডেনিশ টেরন সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। এ বার দলত্যাগ করে অসম গণ পরিষদে সামিল হলেন পার্বত্য পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবজিৎ থাওসেন, অধ্যক্ষ নম্রথাং মার-সহ ৯ কংগ্রেস সদস্য। দেবজিৎ থাওসেন আজ বলেন, ‘‘রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি নেতৃত্বাধীন অগপ, বিপিএফের জোট। রাজ্যে যে সরকার ক্ষমতায় আসে, ডিমা হাসাও জেলার রাজনীতি সে দিকেই চলে।’’ তাঁর বক্তব্য, ‘‘রাজ্যে বিজেপির সঙ্গে অগপর জোট রয়েছে। তাই আমরা অগপ-তে যোগ দিয়েছি।’’ তা হলে কি এ বার উত্তর কাছাড় পার্বত্য পরিষদে বিজেপি-অগপ জোট পরিষদ গঠন করবে? থাওসেনের জবাব, ‘‘এ নিয়ে হাইকমান্ড সিদ্ধান্ত নেবে।’’ রাজ্য রাজনীতির সঙ্গে পার্বত্য পরিষদের পরিস্থিতিরও যে পরিবর্তন হয়, তা স্বীকার করেন দেবজিৎ।

Advertisement

গত রাতে দেবজিৎ থাওসেন, নম্রথাং মার, থাইসোডাও থাওসেন, মিহির গারলোসা, আতং লিয়েনথাং, এল লিমা কেভম, পাউদামিং নিয়ামে, ও খবল থাং মার গুয়াহাটিতে অসম গণ পরিষদের সদর দফতরে সভাপতি অতুল বরা, প্রফুল্ল মহন্তর উপস্থিতিতে ওই দলে যোগ দেন। তবে পরিষদের কংগ্রেস সদস্য নির্মল লাংথাসা ও মহেন্দ্র কেম্প্রাই দলত্যাগ করেননি।

আজ হাফলং বিজেপি জেলা অফিসে বিজেপি জেলা কমিটির সভাপতি তথা বিধায়ক বীরভদ্র হাগজারের উপস্থিতে দেবপ্রসাদ হোজাই, ডেনিশ টেরন, দেবজিৎ বাটারি ও হাইলাকাম্বে কুয়ামেকে স্বাগত জানানো হয়। বিজেপি মুখপাত্র সমরজিৎ হাফলংবার বলেন, ‘‘উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে অসম গণ পরিষদের সঙ্গে জোট গড়ার কোনও সম্ভাবনা নেই।’’ ৩০ সদস্য উত্তর কাছাড় পার্বত্য পরিষদে এখন বিজেপির সদস্যসংখ্যা ১৮ জন। পরিষদ গঠনের জন্য প্রয়োজন ১৬ সদস্যের সমর্থন। সমরজিৎ বলেন, ‘‘আমাদের হাতে পরিষদ গঠনের জন্য প্রয়োজনীয় সদস্যের সমর্থন রয়েছে। তাই অগপর সঙ্গে জোট গড়ার প্রয়োজন নেই।’’ আগামী কাল বিজেপি আনুষ্ঠানিক ভাবে দেবজিৎ থাওসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে বিশেষ অধিবেশন ডাকার জন্য পরিষদের অধ্যক্ষ নম্রথাং মারের কাছে দাবি জানাবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন