নকল ছেলেকে ধরিয়ে দিল পাতের মাটন-স্যুপ!

তেলঙ্গানার ওই ঘটনায় গ্রেফতার হয়েছে স্বাতী রেড্ডি। পুলিশ জানায়, প্লাস্টিক সার্জারি করে প্রেমিকের মুখে স্বামীর মুখ বসিয়ে দিতে চেয়েছিল স্বাতী।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭ ০৪:৩৪
Share:

প্রতীকী ছবি।

ছেলের উপর অ্যাসিড হামলা হয়েছে শুনে ছুটে এসেছিলেন মা-বাবা। তখনও জানতেন না, ছেলে সুধাকরকে খুন করে দেহ জ্বালিয়ে জঙ্গলে ফেলে এসেছে পুত্রবধূ স্বাতী। আর যাকে তাঁদের ছেলে বলে চালানো হচ্ছে, সে আসলে স্বাতীর প্রেমিক রাজেশ। তেলঙ্গানার ওই ঘটনায় গ্রেফতার হয়েছে স্বাতী রেড্ডি। পুলিশ জানায়, প্লাস্টিক সার্জারি করে প্রেমিকের মুখে স্বামীর মুখ বসিয়ে দিতে চেয়েছিল স্বাতী। কিন্তু ষড়যন্ত্রে জল ঢেলে দিল এক বাটি মাটন স্যুপ। হাসপাতালে এসেই সুধাকরের মা-বাবার খটকা লাগে। তাঁদের দাবি, পুরনো কথা মনে তো ছিল-ই না, বদলে গিয়েছিল ‘ছেলের’ ব্যবহারও। কিন্তু নিশ্চিত হতে পারছিলেন না তাঁরা। পুলিশ জানায়, পুড়ে যাওয়া রোগীদের হাসপাতালে মাটন স্যুপ খেতে দেওয়া হয়। কিন্তু তা খেতে অস্বীকার করে রাজেশ জানায় যে সে নিরামিষাশী। এতেই ফাঁস হয়ে যায় সব। পুলিশের এক কর্তা বলেন, ‘‘নিপুণ ভাবে ছক কষার চেষ্টা করেছিল স্বাতী। কিন্তু বাজি মাত করে দিল এক বাটি মাটন স্যুপ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন