গোয়ালপাড়ায় উদ্ধার কিশোরী, সন্দেহ ধর্ষণ

রাস্তার ধার থেকে উদ্ধার করা হল সংজ্ঞাহীন এক কিশোরীকে। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, ধর্ষণ করে তাকে ফেলে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে অসমের গোয়ালপাড়ায়। পুলিশ জানিয়েছে, গোয়ালপাড়ার লক্ষ্মীপুরে বছর পনেরোর ওই কিশোরীকে প্রথমে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০১৫ ১৪:০৮
Share:

রাস্তার ধার থেকে উদ্ধার করা হল সংজ্ঞাহীন এক কিশোরীকে। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, ধর্ষণ করে তাকে ফেলে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে অসমের গোয়ালপাড়ায়। পুলিশ জানিয়েছে, গোয়ালপাড়ার লক্ষ্মীপুরে বছর পনেরোর ওই কিশোরীকে প্রথমে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ। তার পর তারাই গিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে খবর, কিশোরী ভাল করে কথা বলতে পারছে না। তবে কোনওমতে সে জানিয়েছে, রাতে একটি অটোয় উঠেছিল সে। চালক ও সহকারী তাকে ধর্ষণ করার পরে রাস্তায় ফেলে যায়। পুলিশ ওই চালক ও সহকারীকে খুঁজছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement