কয়লা নিয়ে পাচগ্রামে মালগাড়ি

শাঁখ বাজিয়ে, উলুধ্বনিতে অনেকটা নববধুর মতোই বরণ করা হল ওই মালগাড়িকে। স্বাগত জানাতে হল অনুষ্ঠানও। হাইলাকান্দির পাচগ্রামে। ব্রডগ্রেজ লাইনে প্রথম বার পাচগ্রাম কাগজকলের জন্য কয়লা নিয়ে এসেছিল ওই মালগাড়িটি। তাই সেটিকে ঘিরে এত উচ্ছ্বাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০৩:৫৯
Share:

শাঁখ বাজিয়ে, উলুধ্বনিতে অনেকটা নববধুর মতোই বরণ করা হল ওই মালগাড়িকে। স্বাগত জানাতে হল অনুষ্ঠানও। হাইলাকান্দির পাচগ্রামে। ব্রডগ্রেজ লাইনে প্রথম বার পাচগ্রাম কাগজকলের জন্য কয়লা নিয়ে এসেছিল ওই মালগাড়িটি। তাই সেটিকে ঘিরে এত উচ্ছ্বাস।

Advertisement

কয়লা সঙ্কটের জেরে কয়েক দিন উৎপাদন বন্ধ ছিল হিন্দুস্তান পেপার কর্পোরেশনের পাচগ্রাম কাগজকলে। রোজগার বন্ধ হয়েছিল কয়েকশো শ্রমিকের। ব্রডগেজ লাইনে মালগাড়িতে কয়লা আসার খবরে তাই গত কাল সকাল থেকেই আনন্দে ছিলেন কাগজকলের কর্মী, সাধারণ মানুষ। পাচগ্রাম স্টেশনে ভিড় জমেছিল। বেলা ১১টা নাগাদ কয়লা বোঝাই মালগাড়ি স্টেশনের ২ নম্বর লাইনে ঢুকতেই মহিলারা উলু দিয়ে, শাঁখ বাজিয়ে সেটিকে বরণ করেন। মালগাড়ি ঘিরে শুরু হয় ‘পুষ্পবৃষ্টি’।

কাগজকলের কর্মীরা স্টেশনে স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। মুখ্য অতিথি ছিলেন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস। তিনি বলেন, ‘‘ব্রডগেজ লাইনে এখন কাগজকলের কয়লা নিয়ে মালগাড়ি এসেছে। কয়েক দিনের মধ্যেই ওই লাইনে এখানে যাত্রীবাহী ট্রেন আসবে।’’ তিনি জানান, অতীতে বাংলাদেশ থেকে মহিশাসন হয়ে কলকাতার সঙ্গে রেল যোগাযোগ ছিল। তা ফের চালু করার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। অনুষ্ঠানে বদরপুর রেল ডিভিশনের মুখ্য কার্যবাহী আধিকারিক হীরককান্তি সেন বলেন, ‘‘কাগজকল ও গোটা এলাকার জন্য এটি স্মরণীয় দিন।’’ রেল সূত্রে খবর, এ দিন ৪২টি বগি ওই মালগাড়িতে ২ হাজার ৭০০ টন কয়লা কাগজকলে পৌঁছয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন