তোলার হুমকি

জঙ্গিদের কাছ থেকে তোলা চেয়ে হুমকি এসএমএস পেয়ে পূর্ব গারো হিল জেলার মাংসাং-এর একমাত্র সরকারি চিকিত্সক তাঁর কর্মক্ষেত্র ছেড়ে পালালেন। গারো ছাত্র সংগঠনের অভিযোগ, অজ্ঞাতপরিচয় জঙ্গিরা ওই চিকিত্সকের কাছে ৫০ লক্ষ টাকা চেয়েছিল। তার পরেই ওই চিকিত্সক পালান। এর ফলে বেশ কিছু গ্রামের বাসিন্দাদের বহুদূর উজিয়ে উইলিয়াম নগর, তুরা বা অসমের গোয়ালপাড়ায় চিকিত্সার জন্য যেতে হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০৩:০১
Share:

জঙ্গিদের কাছ থেকে তোলা চেয়ে হুমকি এসএমএস পেয়ে পূর্ব গারো হিল জেলার মাংসাং-এর একমাত্র সরকারি চিকিত্সক তাঁর কর্মক্ষেত্র ছেড়ে পালালেন। গারো ছাত্র সংগঠনের অভিযোগ, অজ্ঞাতপরিচয় জঙ্গিরা ওই চিকিত্সকের কাছে ৫০ লক্ষ টাকা চেয়েছিল। তার পরেই ওই চিকিত্সক পালান। এর ফলে বেশ কিছু গ্রামের বাসিন্দাদের বহুদূর উজিয়ে উইলিয়াম নগর, তুরা বা অসমের গোয়ালপাড়ায় চিকিত্সার জন্য যেতে হচ্ছে। যে কোনও মেডিক্যাল সার্টিফিকেট, জন্ম শংসাপত্র পেতেও সমস্যা হচ্ছে। ওই চিকিত্সকই বিস্তীর্ণ এলাকার মধ্যে একমাত্র গেজেটেড অফিসার ছিলেন। তাই সরকারি কাগজে সই করানোর জন্যও স্থানীয় মানুষ তাঁর উপরেই নির্ভরশীল ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement