National News

৫০ দিন পর কি ইস্তফা দেবেন মোদী? তোপ রাহুল, মমতার

মোদী সরকারের নোট বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে যৌথ ভাবে বৈঠক করল বিরোধীরা। মঙ্গলবার ওই বৈঠকের পর নয়াদিল্লিতে একসঙ্গে সাংবাদিক সম্মেলনেও পাশাপাশি দেখা গেল রাহুল গাঁধী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Advertisement
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৬ ১৫:৪৩
Share:

মোদী সরকারের নোট বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে যৌথ ভাবে বৈঠক করল বিরোধীরা। মঙ্গলবার ওই বৈঠকের পর নয়াদিল্লিতে একসঙ্গে সাংবাদিক সম্মেলনেও পাশাপাশি দেখা গেল রাহুল গাঁধী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Advertisement

এ দিন রাহুলের পর মমতা বলেন—

Advertisement

• সিআরপিএফ নিয়ে আয়কর হানা দিচ্ছে।

• আচ্ছে দিনের নামে দেশ লুঠ চলছে?

• একের পর এক নেতাদের ভয় দেখানো হচ্ছে। গ্রেফতারের জুজু দেখানো হচ্ছে। এক বার চলছে সনিয়াকে পাকড়াও। এক বার মমতাকে। এক বার লালুপ্রসাদ যাদবকে। এ সব কী চলছে?

• ক্যাশলেসের নামে মোদী সরকার ফেসলেস।

• এটা একটা খুব বড় ইস্যু।

• ৫০ দিন পর সরকার কি সরে যাবে?

• সব উন্নয়ন থমকে গিয়েছে।

• নোট বাতিলের সিদ্ধান্ত ব্যর্থ হতে চলেছে। ব্যর্থতার দায় নিয়ে কি ইস্তফা দেবেন মোদী?

• সরকার দুর্বল। কোনও কাজ ঠিকমতো হচ্ছে না।

• ৪৯ দিনে ২০ বছর পিছিয়ে গিয়েছে দেশ।

• যা রিজার্ভ ব্যাঙ্কের করার কথা ছিল, তা আপনি করছেন।

• ব্যাঙ্কের উপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে।

• ৫০ দিনে সব ঠিকঠাক হয়ে যাবে বলেছিলেন। কিন্তু, কিছুই তো হল না। কেন হল না?

• সমাজের সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত।

• নোট বাতিলে বিরাট দুর্নীতি।

নোট বাতিল নিয়ে মানুষের দুর্ভোগের কথা তুলে ধরার জন্য আমরা সব বিরোধী দল মিলে একত্র হয়েছি।

• ভারতে ‘অচ্ছে দিন’ আনবেন বলেছিলেন। এটা হচ্ছে তার নমুনা!

• ব্যাঙ্কের পরিকাঠামো ভেঙে পড়েছে।

এ দিন রাহুল বলেন—

• গরিব মধ্যবিত্তদের কাছে টাকা নেই।

• নরেন্দ্র মোদী জবাব দিন, সাধারণ মানুষের কাছে এত দুর্ভোগ কেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement