Landslide

উত্তরাখণ্ডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাহাড়ের বিশাল অংশ, ভয় ধরানো সেই ভিডিয়ো প্রকাশ্যে

গত কয়েক দিন ধরেই উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বহু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

দেহরাদূন শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১২:৫১
Share:

পাহাড় ভেঙে পড়ার সেই ভয়ঙ্কর দৃশ্য। ছবি সৌজন্য টুইটার।

উত্তরাখণ্ডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাহাড়ের বিশাল অংশ। ভয়ানক সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে তাওয়াঘাট লিপুলেখ জাতীয় সড়কে নাজাং তাম্বা গ্রামের কাছে।

Advertisement

শুক্রবার তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। হঠাৎই জোরালো একটা আওয়াজ পান তাম্বা গ্রামের বাসিন্দারা। তত ক্ষণে তাঁরা বুঝতে পেরে গিয়েছিলেন, কী ঘটতে চলেছে। সেই আওয়াজের কয়েক সেকেন্ডের মধ্যেই পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে যায়।

গত কয়েক দিন ধরেই উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বহু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাওয়াঘাট লিপুলেখ জাতীয় সড়ক হয়েই আদি কৈলাস মানসরোবর যাত্রায় যান পুণ্যার্থীরা।

Advertisement

শুক্রবার পুণ্যার্থীদের ৪০ জনের একটি দল ওই পথেই মানসরোবরের উদ্দেশে যাচ্ছিলেন। কিন্তু তার আগেই ধস নামায় আটকে পড়েন তাঁরা। বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের জায়গায় জায়গায় ধস নেমেছে গত কয়েক দিন ধরে। যার জেরে জাতীয় সড়কগুলি অবরুদ্ধ হয়ে পড়ছে। উত্তরাকাশীর স্বারিগড় এবং হেলগুগড়ের কাছে বড় বড় পাথরের চাঁই রাস্তায় নেমে আসায় হৃষিকেশ-গঙ্গোত্রী জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। অন্য দিকে, একই কারণে স্তব্ধ হয়ে যায় বিকাশনগর-কলসি-বারকোট জাতীয় সড়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন