Unnatural Death

ফের হেনস্থার নালিশ, উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ

বৃহস্পতিবার রাতে উদয়পুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজের হস্টেল থেকে বিডিএস-র চূড়ান্ত বর্ষের ছাত্রী শ্বেতা সিংহের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আদতে জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ওই ছাত্রী হস্টেলে থেকেই পড়াশোনা করতেন বলে খবর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ০৭:৪০
Share:

—প্রতীকী চিত্র।

সম্প্রতি উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার শারদা বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে উদ্ধার হয় ডেন্টাল সার্জারি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী জ্যোতি শর্মার ঝুলন্ত দেহ। জানা গিয়েছিল, কলেজের কিছু অধ্যাপকের কাছে নিয়মিত মানসিক হেনস্থার শিকার হতেন জ্যোতি। তার জেরেই আত্মহত্যা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সামনে এসেছে রাজস্থানের উদয়পুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের এক ছাত্রীর আত্মহত্যার ঘটনার কথা। এ ক্ষেত্রেও অভিযোগের তির সেই মানসিক হেনস্থার দিকেই!

বৃহস্পতিবার রাতে উদয়পুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজের হস্টেল থেকে বিডিএস-র চূড়ান্ত বর্ষের ছাত্রী শ্বেতা সিংহের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আদতে জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ওই ছাত্রী হস্টেলে থেকেই পড়াশোনা করতেন বলে খবর। বৃহস্পতিবার রাতে হস্টেলের ঘরে শ্বেতার ঝুলন্ত দেহ দেখে দ্রুত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশে জানান তাঁর সহপাঠীরা। জানা গিয়েছে, শ্বেতার হস্টেলের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। নোটটি থেকে জানা গিয়েছে, কলেজে মানসিক হেনস্থার কারণেই এমন ঘটনা। নোটে কলেজের কিছু শিক্ষকের নামের উল্লেখ রয়েছে বলেও জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন