Tiger

golden Golden: বিরল প্রজাতির সোনালি বাঘের দেখা মিলল অসমের কাজিরাঙায়

ছবিতে দেখা যাচ্ছে, একাধিক গণ্ডার পার্কের তৃণভূমিতে ঘাস খাচ্ছে। সেই সময় বাঘটি ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মে ২০২২ ২০:২০
Share:

বাঘটি ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। নিজস্ব চিত্র

বিরল প্রজাতির সোনালি বাঘের (গোল্ডেন টাইগার) দেখা মিলল অসমের কাজিরাঙা জাতীয় পার্কে। বেঙ্গালুরুর এক পর্যটক বাঘের ছবিটি ক্যামেরা বন্দি করেছেন।

ছবিতে দেখা যাচ্ছে, একাধিক গণ্ডার পার্কের তৃণভূমিতে ঘাস খাচ্ছে। সেই সময় বাঘটি ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। পর্যটক বিশ্বজিৎ ছেত্রী (যিনি এই ছবি তুলেছেন) বলেন, ‘‘সাধারণত এই ভাবে গণ্ডারের সঙ্গে রয়াল বেঙ্গল টাইগারকে দেখতে পাওয়া যায় না। কিন্তু যখন বাঘ কিছু শিকারের লক্ষ্যে থাকে তখন তারা এই ভাবে গণ্ডারের চারণ ক্ষেত্রে ঢুকে পড়ে।’’

Advertisement

বিশেষজ্ঞদের মতে, সোনালি বাঘ হল রয়াল বেঙ্গল টাইগারের এক বিশেষ রূপ। জিন মিউটেশনের কারণে এদের গায়ের লোম কমলা না হয়ে সোনালি হয়।

এই সময়কালের মধ্যে অসমে বাঘের সংখ্যা বেড়েছে। ২০১৮ সালে সে রাজ্যে বাঘের সংখ্যা ছিল ১৫৯টি। ২০২১ সালে তা বেড়ে হয়েছে ২০০টি। এ ছাড়া বর্তমানে কাজিরাঙায় ১২১টি, মানসে ২৮টি, ওরাংয়ে ২৮টি এবং মামেরি টাইগার রিজার্ভে তিনটি বাঘ রয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন