Telangana

স্কুলে বসেই বন্ধুর সঙ্গে মদ্যপান, ক্লাসও নিলেন মত্ত অবস্থায়, শিক্ষকের কীর্তিতে হতবাক পড়ুয়ারা

ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, দু’জন ক্লাসরুমে বসে মদ্যপান করছেন। তাঁদের ঘিরে কয়েক জন দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের সঙ্গেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন অভিযুক্তেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০২৪ ১৮:৩২
Share:

প্রতীকী চিত্র।

স্কুলে মিড ডে মিল চলছিল। বাচ্চারা সেই খাবার খেতে ব্যস্ত। অন্য দিকে, বন্ধুকে নিয়ে স্কুলের মধ্যেই মদের আসর বসালেন এক শিক্ষক। তার পর টলমলে পায়ে ক্লাসও করাতে গেলেন। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় গ্রামবাসীদের মধ্যে। পড়ুয়ারা হতবাক। অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নিয়েছে জেলা স্কুল দফতর। অভিযুক্তকে সাসপেন্ড করা হয়েছে, বলে খবর।

Advertisement

তেলঙ্গনার মাঞ্চেরিয়াল জেলার একটি সরকারি স্কুলের শিক্ষক এস রাজুর বিরুদ্ধেই অভিযোগ উঠল। সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৯ ফেব্রুয়ারি মিড ডে মিল চলাকালীন বন্ধুকে নিয়ে তিনি একটি ক্লাসরুমে বসে মদ খান বলেই অভিযোগ। অন্যান্য শিক্ষকেরা হাতেনাতে তাঁকে ধরে ফেলেন। যদিও রাজু মদ খাওয়ার অভিযোগ অস্বীকার করেন। পরে মত্ত অবস্থায় রাজু ক্লাসও নিয়েছেন বলে জানান তাঁর সহকর্মীরা।

ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, দু’জন ক্লাসরুমে বসে মদ্যপান করছেন। তাঁদের ঘিরে কয়েক জন দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের সঙ্গেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন অভিযুক্তেরা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল ভিডিয়ো জেলা স্কুল দফতরের আধিকারিকের নজরে আসতেই নড়েচড়ে বসেন। তিনি অভিযুক্ত এবং তাঁর সহকর্মীদের ডেকে পাঠান। সকলের সঙ্গে কথা বলেই অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন ওই আধিকারিক।

উল্লেখ্য, দিন কয়েক আগে বর্ধমানের শিবকুমার হরিজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়রামকুমার সিংহকে স্কুলে ঢুকতে দেননি ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক। অভিযোগ, জয়রামকুমার নাকি মদে চুর হয়ে স্কুলে এসেছিলেন। মত্ত অবস্থায় তাঁকে স্কুলে ঢুকতে না দেওয়ায় বাইরে গেটের সামনেই শুয়ে ঘুমিয়ে পড়েন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন