National News

‘বাহুবলী’ এ বার চিড়িয়াখানাতেও!

বাহুবলী দাপট এ বার চিড়িয়াখানাতেও। আপাতত ‘বাহুবলী ২’ ঝড় চলছে ইন্ডাস্ট্রিতে। ‘বাহুবলী’ শাড়ি আগেই দেখেছেন সকলে। এ বার ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানায় এক বাঘের নাম রাখা হল ‘বাহুবলী’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০১৭ ১৪:৪৭
Share:

— প্রতীকী ছবি।

বাহুবলী দাপট এ বার চিড়িয়াখানাতেও। আপাতত ‘বাহুবলী ২’ ঝড় চলছে ইন্ডাস্ট্রিতে। ‘বাহুবলী’ শাড়ি আগেই দেখেছেন সকলে। এ বার ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানায় এক বাঘের নাম রাখা হল ‘বাহুবলী’।

Advertisement

গত বুধবার ১৩ মাসের একটি বাঘের এই নাম রাখা হয়েছে। চিড়িয়াখানার ডিরেক্টর শিশির আচার্য সাংবাদিকদের বলেন, “টুরিস্টদের ভোটের পর বাঘটির নাম বাহুবলী রাখা হয়েছে। সাতটি বাঘের নাম রাখার জন্য খাঁচার বাইরে একটা ড্রপবক্স রাখা ছিল। সেখানে টুরিস্টরা তাঁদের নামের সাজেশন দিয়ে গিয়েছিলেন। ২২০০ টি সাজেশনের মধ্যে ১২০০ টি সাজেশনে ছিল বাহুবলী নামটি। তারপর একটি বাঘের নাম বাহুবলী রাখা হয়েছে।’’

আরও পড়ুন, ‘বাহুবলী ২’-এর পর এত টাকা পারিশ্রমিক চাইছেন প্রভাস!

Advertisement

গত মঙ্গলবার পর্যন্ত সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টুরিস্টরা নিজেদের সাজেশন দিয়েছেন। কিন্তু কেন একটি বিশেষ বাঘের নামই ‘বাহুবলী’ রাখা হল? চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই বাঘটির জঙ্গলে জন্ম হয়েছিল। সে কারণেই ওর এই নামটা রাখা হয়েছে। জানা গিয়েছে, মন্ত্রী বিজয়শ্রী রাউত্রে আনুষ্ঠানিক ভাবে বাঘটির এই নাম রেখেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন