National News

ট্রেন ভিন্ন পথে যাওয়ার খবর ভুল, দাবি রেলের

রেলমন্ত্রকের এক মুখপত্র অনিল কুমার সাক্সেনার কথায়, ‘‘গতকাল বিভিন্ন সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় খবর বার হয় যে মহারাষ্ট্রের কোলাপুর থেকে আসা একটি স্পেশাল ট্রেন দিল্লি হয়ে মহারাষ্ট্রে ফিরে যাওয়ার বদলে পথ ভুল করে মধ্যপ্রদেশে চলে গিয়েছে। এই রকম কোনও ঘটনাই ঘটেনি।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৭ ২১:২৪
Share:

প্রতীকী ছবি।

মহারাষ্ট্রের বদলে ১৬০ কিলোমিটার ভুল পথ পাড়ি দিয়েছিল ট্রেন— এই খবরের কোনও সত্যতা নেই বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। গতকাল, বুধবার বিভিন্ন মহলে খবর রটে যে, দিল্লি থেকে যাত্রা করে একটি স্পেশাল ট্রেন রাজস্থানের কোটার বদলে মধ্যপ্রদেশের বানমোর স্টেশনে পৌঁছয়। ওই দিন সন্ধেয় একটি বিবৃতি দিয়ে রেলের তরফে জানানো হয়েছে ওই খবরটি ভুল।

Advertisement

রেলমন্ত্রকের এক মুখপত্র অনিল কুমার সাক্সেনার কথায়, ‘‘গতকাল বিভিন্ন সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় খবর বার হয় যে মহারাষ্ট্রের কোলাপুর থেকে আসা একটি স্পেশাল ট্রেন দিল্লি হয়ে মহারাষ্ট্রে ফিরে যাওয়ার বদলে পথ ভুল করে মধ্যপ্রদেশে চলে গিয়েছে। এই রকম কোনও ঘটনাই ঘটেনি।’’

আরও পড়ুন:

Advertisement

কী ভাবে হল ধর্ষণ, চার বছরের শিশু জানাল বিচারককে

ছাত্রীর আত্মহত্যা ঘিরে উত্তাল চেন্নাইয়ের সত্যভামা বিশ্ববিদ্যালয়

দিল্লিতে কৃষক আন্দোলনে যোগ দিতে আসা কৃষকদের জন্য কোলাপুর থেকে একটি স্পেশাল ট্রেন বুক করে মহারাষ্ট্রের একটি কৃষক সংগঠন। গত মঙ্গলবার রাতে দিল্লি থেকে যাত্রা করে ট্রেনটির কোলাপুর ফিরে যাওয়ার কথা ছিল। যাত্রীদের দাবি ছিল, রাজস্থানের কোটা হয়ে ট্রেনটির মহারাষ্ট্র যাওয়ার কথা। অভিযোগ ওঠে, মথুরা স্টেশনে ভুল সিগন্যাল পেয়ে ট্রেনটি কোটার বদলে মধ্যপ্রদেশের গ্বালিয়রের কাছে বানমোর স্টেশনে পৌঁছয়।

রেলের তরফে জানানো হয়েছে, রাজস্থানের কোটা যাওয়ার কথাই ছিল না ট্রেনটির। আদতে কোলাপুর থেকে দিল্লি আসার সময় ট্রেনটি পশ্চিম রেলের রুট ধরে নাগরা, কোটা, রাটলাম এবং মথুরা হয়ে দিল্লি পৌঁছেছিল। ফেরার সময় তার যাওয়ার কথা ছিল মধ্য রেলের রুট ধরে। যেখানে মথুরা, গ্বালিয়র, ঝাঁসি, ভোপাল ইত্যাদি স্টেশন পড়ে। রেলের দাবি, রুট বদলের ফলে যাত্রীরা কোনও কারণে বিভ্রান্ত হয়েছেন। এখানে রেল কর্তৃপক্ষের গাফিলতির কোনও প্রশ্নই নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন