National News

এই বাঘ শুধু তামিল বোঝে! বেজায় মুশকিলে রাজস্থানের চিড়িয়াখানা

বাঘ বলে কী ‘মানুষ’ নয়? হালুম হালুম ডাকের সঙ্গে তামিল ভাষাটিও দিব্যি রপ্ত করেছেন বাঘ মশায়। নাহ! বলতে পারেন না ঠিকই, কিন্তু বুঝতে পারেন বেশ কিছু। আর এই তামিল জানা ‘শিক্ষিত’ বাঘ নিয়েই ফাঁপড়ে উদয়পুর সজ্জনগড় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৬ ১৮:৪৭
Share:

উদয়পুরের সজ্জনগড় চিড়িয়াখানায় খোশমেজাজে রাম।

বাঘ বলে কী ‘মানুষ’ নয়? হালুম হালুম ডাকের সঙ্গে তামিল ভাষাটিও দিব্যি রপ্ত করেছেন বাঘ মশায়। নাহ! বলতে পারেন না ঠিকই, কিন্তু বুঝতে পারেন বেশ কিছু। আর এই তামিল জানা ‘শিক্ষিত’ বাঘ নিয়েই ফাঁপড়ে উদয়পুর সজ্জনগড় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Advertisement

দিল্লির চিড়িয়াখানায় জন্ম হলেও ছোট থেকেই চেন্নাইয়ের ভেন্ডালুর চিড়িয়াখানায় ‘মানুষ’ হয়েছে রাম নামের এই পুরুষ সাদা বাঘটি। সম্প্রতি দু’টি নেকড়ের বিনিময়ে রামকে উদয়পুরের এই চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়। এর পর থেকেই দেখা দেয় বিপত্তি। তামিল শিক্ষকের কাছে বড় হয়ে ওঠা রাম শুধু মাত্র তামিল ভাষাই বোঝে। এ দিকে উদয়পুরের চিড়িয়াখানায় তামিল জানা কোনও প্রশিক্ষক নেই। পদস্থ ফরেস্ট অফিসার টি মোহন জানালেন, এই কারণেই রামের কেয়ারটেকার কে চেল্লাইহকে চেন্নাই থেকে উদয়পুরে নিয়ে আসা হয়েছে। তিনি উদয়পুরে কিছু দিন থেকে রামকে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবেন বলে জানিয়েছেন টি মোহন।

চেন্নাই থেকে উদয়পুর, এই দীর্ঘ সড়কযাত্রার তিন সপ্তাহ পর শনিবার দর্শকদের প্রথম বারের জন্য দেখা দিয়েছে রাম। সারা দিন তাঁর চনমনে উপস্থিতিতে বেশ খুশি চিড়িয়াখানায় ঘুরতে আসা মানুষরাও। কিন্তু রামের ভাষার সমস্যা চিন্তায় ফেলছে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। কী ভাবে রামকে তামিল থেকে হিন্দি শেখানো সম্ভব, এই নিয়েই চিন্তায় তাঁরা।

Advertisement

আপাতত রামের নতুন প্রশিক্ষক রাম সিংহকে প্রশিক্ষন দিচ্ছেন কে চিল্লাইহ। কী ভাবে তামিল ভাষায় রামকে নির্দেশ দিতে হবে তাও বুঝিয়ে দেওয়ার কাজ চলছে। আবার পাশাপাশি রামকে একটু একটু করে হিন্দি ভাষাও শেখানোর চেষ্টা করছেন রামের দুই স্যার।

আরও পড়ুন: চা খেলেই আনলিমিটেড ডেটা ফ্রি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন