বাধ্যতামূলক নয় আধার কার্ড, রায় সুপ্রিম কোর্টের

আধার কার্ড আর বাধ্যতামূলক নয়। মঙ্গলবার এই মর্মে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, বিভিন্ন সংবাদমাধ্যমে এই নির্দেশের কথা রীতিমতো প্রচার করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৫ ১৬:৪৬
Share:

আধার কার্ড আর বাধ্যতামূলক নয়। মঙ্গলবার এই মর্মে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, বিভিন্ন সংবাদমাধ্যমে এই নির্দেশের কথা রীতিমতো প্রচার করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার গঠনের আগেই কংগ্রেস সরকারের স্বপ্নের প্রকল্প ছিল আধার কার্ড প্রকল্প। মোদী ক্ষমতায় আসার পর সে প্রকল্পে আরও গতি আসে। ভর্তুকিযুক্ত এলপিজি গ্যাস নেওয়ার জন্য আধার কার্ডের ব্যবহার ইতিমধ্যেই দেশ জুড়ে শুরু হয়েছে। বিভিন্ন জনকল্যাণকারী প্রকল্পে পরিচয়পত্র হিসাবে আধারের ব্যবহার শুরু করে সরকার। কিন্তু, এ দিনের রায়ের পর এর ব্যবহার নিয়ে অনিশ্চয়তা শুরু হল বলে মনে করা হচ্ছে।

শীর্ষ আদালতের তিন সদস্যের সাংবিধানিক বেঞ্চ এ দিন এই রায় দেয়। বিচারপতি জে চেলামেশ্বরের নেতৃত্বে ওই বেঞ্চের অন্য সদস্যেরা হলেন এস এ বোবড়ে এবং সি নাগাপ্পন। এ দিন তাঁরা বলেন, “এলপিজি, কেরোসিন বিক্রিতে বা অন্য গণ সরবরাহ ব্যবস্থা ছাড়া আধার কার্ড ব্যবহার জরুরি নয়।” এমনকী, ওই তিন ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন তাঁরা। এ ছাড়া, আধার কার্ড ব্যবহারকারীর কোনও তথ্য ব্যবহার করতে পারবেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে অপরাধমূলক তদন্তের কাজে সহায়তার জন্য ওই তথ্য আদানপ্রদান করা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement