উত্তরপ্রদেশে বোর্ড পরীক্ষাতেও আধার বাধ্যতামূলক হচ্ছে

এ বার থেকে বোর্ডের পরীক্ষাতেও বাধ্যতামূলক হতে চলেছে আধার। এমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ফর্ম পূরণের সময় প্রত্যেক পরীক্ষার্থীকে দিতে হবে তাদের আধারের তথ্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০১৭ ১৪:৫০
Share:

এ বার থেকে বোর্ডের পরীক্ষাতেও বাধ্যতামূলক হতে চলেছে আধার। এমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ফর্ম পূরণের সময় প্রত্যেক পরীক্ষার্থীকে দিতে হবে তাদের আধারের তথ্য। আধার নম্বর ছাড়া কোনও পরীক্ষার্থীকেই বোর্ডের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। ভুয়ো পরীক্ষার্থীদের আটকানোর জন্যই এই পদক্ষেপ।

Advertisement

ইউপিবিএসই-র সহ-উপাচার্য শৈল যাদব বলেছেন, ‘‘সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে প্রত্যেক পরীক্ষার্থীর বৈধ পরিচয়পত্র থাকে। ফর্মে আধার নম্বরের উল্লেখ থাকলে নবম ও দশম শ্রেণিতে ভুয়ো রেজিস্ট্রেশন আটকানো সম্ভব হবে। একই সুবিধা হবে দশম ও একাদশ শ্রেণির পরীক্ষায় ফর্ম পূরণের সময়েও।’’

আরও পড়ুন: ভোটের আগে ঘর গোছাতে গুজরাতে মোদী

Advertisement

বোর্ড জানিয়েছে, শুধু সরকারি স্কুলগুলিতেই নয়, এই নিয়ম কার্যকরী হবে সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত ও বেসরকারি স্কুলগুলিতেও। সেই মতো জেলার প্রত্যেক স্কুলের ইনস্পেক্টরের কাছে লিখিত নির্দেশিকা পাঠানো হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন এবং পরীক্ষার ফর্ম পূরণের সময়ে প্রত্যেক ছাত্রছাত্রীকে আধার নম্বর ছাড়াও স্কুলের তরফ থেকে নির্দিষ্ট ‘ইউ-ডাইস’ কোড দেওয়া হবে। যে সব ছাত্রছাত্রীর আধার নম্বর নেই, তাদের অবিলম্বে আধার কার্ডের জন্য আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement