Delhi Election

আপের ‘শক্ত ঘাঁটি’ জংপুরায় প্রার্থী সিসৌদিয়া, প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর আসনে শিক্ষক অবধ

পরের বছরের শুরুতে দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে সোমবার আম আদমি পার্টি দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করল। সেখানে ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৪:২৩
Share:

বাঁ দিক থেকে অবধ ওঝা, অরবিন্দ কেজরীওয়াল, মণীশ সিসৌদিয়া। ছবি: সংগৃহীত।

আসন্ন বিধানসভা নির্বাচনে দিল্লির জংপুরা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। ওই আসন আপের শক্ত ঘাঁটি বলে পরিচিত। তাঁর বর্তমান কেন্দ্র পটপরগঞ্জে প্রার্থী করা হল সিভিল সার্ভিস শিক্ষক অবধ ওঝাকে।

Advertisement

পরের বছরের শুরুতে দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে সোমবার আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করলেন। সেখানে ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আপের প্রথম তালিকায় নাম ছিল ১১ জন প্রার্থীর। দিল্লিতে মোট বিধানসভা আসনের সংখ্যা ৭০। তার মধ্যে এখনও ৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা বাকি রয়েছে আপের।

সিসৌদিয়া যে জংপুরা আসনে প্রার্থী হয়েছেন, ২০১৩ থেকে সেটি আপের দখলে রয়েছে। ওই বছর স্পিকার মনিন্দর সিংহ ওই আসনে জয়ী হয়েছিলেন। পরে তিনি বিজেপিতে যোগ দেন। ওই আসনে প্রবীণ কুমারকে প্রার্থী করে আপ। ২০১৫ এবং ২০২০ সালের নির্বাচনে তিনি জংপুরা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। এ বার ওই আসনে সিসৌদিয়াকে প্রার্থী করল আপ। মনে করা হচ্ছে, আসন্ন নির্বাচনে এই আসনে তাঁর লড়াই তুলনামূলক ‘সহজ’ হতে পারে। দিল্লির আবগারিকাণ্ডে জেলে গিয়েছিলেন তিনি। জামিনে এখন মুক্ত রয়েছেন। যদিও জেল থেকে বেরিয়েও সরকারে যোগ দেননি দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘জনগণের আদালত’ রায় দিলে তবেই তিনি সরকারে যোগ দেবেন।

Advertisement

চলতি মাসের শুরুতে আপে যোগ দিয়েছেন অবধ। তাঁকে প্রার্থী করা হয়েছে ‘সুরক্ষিত’ আসন পটপরগঞ্জে। ২০১৩ সাল থেকে এই আসনে জয়ী হচ্ছেন সিসৌদিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement