Gujarat Assembly Election 2022

‘ব্যানার লাগানোর পয়সা নেই’, বিজেপি-ক‌ংগ্রেসের ব্যানারের সামনে দাঁড়িয়ে ভোট চাইছেন আপ নেতা!

নজর কাড়ল আপ নেতার অভিনব প্রচার। গুজরাতে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সব দল। এর মাঝে আপ নেতা রাহুল ভুবকে দেখা গিয়েছে রাস্তায় দাঁড়িয়ে প্রচার করতে।

Advertisement

সংবাদ সংস্থা

গান্ধীনগর শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০৮:২৮
Share:

ভোটমুখী গুজরাতে আপ নেতার অভিনব প্রচার। ছবি: সংগৃহীত।

ভোটমুখী গুজরাতে নজর কাড়ল আপ নেতার অভিনব প্রচার। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সব দল। এর মাঝে আপ নেতা রাহুল ভুবকে দেখা গিয়েছে রাস্তায় দাঁড়িয়ে প্রচার করতে। কোনও মঞ্চ ছাড়াই রাস্তায় দাঁড়িয়ে পথচলতি মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি। ভোট চেয়েছেন সকলের কাছে।

Advertisement

তবে রাহুল যেখানে দাঁড়িয়ে ভোট চাইছিলেন, সেই স্থানটি তাৎপর্যপূর্ণ। তাঁর ঠিক পাশেই ছিল বিজেপি এবং কংগ্রেসের বিশাল দু’টি ব্যানার। আপের কোনও ব্যানার ছিল না। সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইছিলেন আপের রাহুল। সেই সঙ্গে জনগণকে আলাদা বার্তাও দিতে চেয়েছেন তিনি।

রাজকোট পূর্ব কেন্দ্র থেকে আপের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন রাহুল। সংবাদমাধ্যমের তরফে অভিনব প্রচার নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা তো সাধারণ মানুষ। আমরা ভোটের জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছি। এ বার রাস্তায় নেমে ভোট চাইছি।’’

Advertisement

বিজেপি আর কংগ্রেসের ব্যানারের সামনে দাঁড়িয়েই কেন ভোট চাইছেন? প্রশ্নের জবাবে রাহুল জানান, বড় বড় ব্যানার বসানোর মতো অর্থ তাঁর দলের নেই। তাঁর কথায়, ‘‘আমাদের এত বড় ব্যানার লাগানোর টাকা নেই। বড় ব্যানার তাঁরাই লাগান, যাঁদের সামর্থ্য আছে। আম আদমি পার্টি এই ব্যানারের প্রচারে বিশ্বাস করে না। আমরা মানুষের মন জয় করতে ভালবাসি। এই ব্যানার লাগিয়ে বিজেপিকে আর দেখা যাচ্ছে না কোথাও। আমরাই মানুষের মাঝে দাঁড়িয়ে ভোট চাইছি।’’

গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনে আপের জয় নিয়ে আশাবাদী রাহুল। তিনি বলেছেন, ‘‘এই রাজ্যে গত ২৭ বছর ধরে বিজেপি শাসন করছে। তবু স্কুল, হাসপাতাল, ভাল রাস্তাঘাটের মতো সাধারণ পরিষেবা এখানে ঠিক মতো পান না মানুষ। আপ এখানে সরকার গড়বে। ইসুদান গঢ়বী গুজরাতের মুখ্যমন্ত্রী হবেন।’’

১ ডিসেম্বর এবং ৫ ডিসেম্বর গুজরাতে দু’দফায় ভোট হবে। ভোটের ফল জানা যাবে ৮ ডিসেম্বর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন