National News

ছাত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য, গায়ক অভিজিতের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

প্লে-ব্যাকের বাজারে তাঁর নাম আর শোনা যাক বা না যাক বিতর্কের শিরোনামে তিনি বিলক্ষণ আছেন। কখনও মহিলা সাংবাদিককে অশালীন মন্তব্য তো কখনও নায়িকা সোনম কপূরের সঙ্গে টুইট লড়াই। এ বার ফের এক ছাত্রীর উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন গায়ক অভিজিত ভট্টাচার্য। তাঁর অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করল টুইটার।

Advertisement
শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ১৬:২৪
Share:

প্লে-ব্যাকের বাজারে তাঁর নাম আর শোনা যাক বা না যাক বিতর্কের শিরোনামে তিনি বিলক্ষণ আছেন। কখনও মহিলা সাংবাদিককে অশালীন মন্তব্য তো কখনও নায়িকা সোনম কপূরের সঙ্গে টুইট লড়াই। এ বার ফের এক ছাত্রীর উদ্দেশে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন গায়ক অভিজিত ভট্টাচার্য। তাঁর অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করল টুইটার। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই বহুদিনের সহকর্মী অভিজিতের পাশে দাঁড়িয়ে টুইটার থেকে নিজের অ্যাকাউন্টই ডিলিট করে দিলেন সোনু নিগম।

Advertisement

ঘটনার সূত্রপাত ২২মে। জেএনইউ-এর ছাত্রী শেহলা রশিদ শোরাকে উদ্দেশে অভিজিৎ একটি টুইট করেছিলেন সে দিন। তাতে ওই ছাত্রীকে কটাক্ষ করে তিনি লেখেন, ‘‘গুজব রয়েছে, ওই ছাত্রী দু’ঘণ্টার জন্য টাকা নিয়েছিলেন। কিন্তু নিজের ক্লায়েন্টকে তৃপ্ত করতে পারেননি... এটা বড় র‌্যাকেট।’’ তাঁর এ ধরনের মন্তব্যের পরই ঝড় ওঠে বিভিন্ন মহলে। মহিলাদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন অভিজিৎ। এর পরেই তাঁর অ্যাকাউন্টই সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় টুইটার।

আরও পড়ুন: মহিলা সাংবাদিককে অশালীন মন্তব্য, এফআইআর অভিজিতের বিরুদ্ধে

Advertisement

পুরো বিষয়টি এ দিন টুইট করে জানিয়েছেন জেএনইউ-র সেই ছাত্রী। শেহলা লেখেন, ‘‘সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ। ওঁর অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। অভিজিতকে ওই টুইটটি মুছে ফেলতে হবে।’’

শেহলার সেই টুইট

) (_)

(_)

অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পর অভিজিৎ জানান, সদ্যই বিষয়টি জেনেছেন তিনি। অরুন্ধতী রায় এবং জেএনইউ-র পড়ুয়ারা এই ঘটনার পিছনে রয়েছেন বলেও অভিজিতের দাবি। পরেশ রাওয়ালের টুইটার অ্যাকাউন্টও বন্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গায়ক।

পাশাপাশি, এ দিন পিটিআই-কে অভিজিৎ জানান, ‘‘এ সব আমি পাত্তা দিই না। জানি পুরো দেশ আমার সঙ্গে রয়েছে।’’

আরও পড়ুন: আজান নিয়ে সোনুর টুইটে ধুন্ধুমার

সমালোচনার পাশাপাশি অভিজিতের পাশেও দাঁড়িয়েছেন অনেকে। ইতিমধ্যেই #IStandWithAbhijeet ট্রেন্ডিং হয়ে গিয়েছে টুইটারে।

অভিজিতের পাশে দাঁড়িয়ে টুইটার থেকে নিজের অ্যাকাউন্টই সরিয়ে নিলেন সোনু নিগম। অভিজিতের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পরই টুইটারে ক্ষোভে ফেটে পড়েন সোনু। অভিজিতের সমর্থনে পরপর ২৪টি টুইট করেন তিনি। তার পরেই অ্যাকাউন্ট ডিলিট করে দেন গায়ক।

সোনুর সেই টুইট

আরও পড়ুন: অরুন্ধতীকেই সেনা জিপে বেঁধে ঘোরানো উচিত: বিতর্কে পরেশ রাওয়াল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement