Demonetisation

নয়া ৫০০ টাকার নোট ছাপতে খরচ হয়েছে ৫০০০ কোটি: কেন্দ্র

মন্ত্রী এও জানিয়েছেন, ৩৬৫.৪০ কোটি ২,০০০ টাকার নোট ছাপা হয়েছে। আর তার জন্য খরচ হয়েছে ১,২৯৩.৬০ কোটি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৪
Share:

প্রতীকী ছবি।

নোট বাতিলের পর নতুন ৫০০ টাকার নোট ছাপতে খরচ হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। সোমবার লোকসভায় এই তথ্য জানাল কেন্দ্রীয় সরকার।

Advertisement

অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পি রাধাকৃষ্ণণ এ দিন লোকসভায় এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, গত ৮ ডিসেম্বর পর্যন্ত ১,৬৯৫.৭০ কোটি ৫০০ টাকার নোট ছাপা হয়েছে। এর জন্য খরচ হয়েছে ৪,৯৬৮.৮৪ কোটি টাকা।

মন্ত্রী এও জানিয়েছেন, ৩৬৫.৪০ কোটি ২,০০০ টাকার নোট ছাপা হয়েছে। আর তার জন্য খরচ হয়েছে ১,২৯৩.৬০ কোটি টাকা।

Advertisement

নতুন ২০০ টাকার নোট ছাপা হয়েছে ১৭৮ কোটি। যার জন্য খরচ হয়েছে ৫২২.৮৩ কোটি টাকা। মন্ত্রী আরও জানিয়েছেন, নোট বাতিলের পর নতুন নকশার ৫০,২০০, ৫০০ এবং ২,০০০ টাকার নোট চালু করা হয়েছে।

আরও পড়ুন: শুধুই ট্যাক্সি নয়, এ বার ঘরে খাবারও পৌঁছে দেবে ওলা

২০১৬-র ৮ নভেম্বর কেন্দ্র ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিল। সব মিলিয়ে মোট চালু নোটের ৮৬ শতাংশ বাতিল হয়ে গিয়েছিল। বাতিল নোটের ৯৯ শতাংশ রিজার্ভ ব্যাঙ্কে ফেরত এসেছে বলেও কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে।

এই ধরণের খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন