Disproportionate Case

আয়ের চেয়ে ২৫৩% বেশি সম্পত্তি! ইঞ্জিনিয়ারের ৪০ ঠিকানায় হানা, উদ্ধার কোটি কোটি টাকা, ৫০টি জমি

এসিবি সূত্রে খবর, অভিযুক্ত ইঞ্জিনিয়ারের নাম অবিনাশ শর্মা। জয়পুর উন্নয়ন পর্ষদের এক জন ইঞ্জিনিয়ার। তাঁর বিরুদ্ধে অনেক দিন ধরেই অভিযোগ উঠছিল যে, নামে, বেনামে প্রচুর সম্পত্তি কিনেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৫:২০
Share:

ইঞ্জিনিয়ারের এই বাড়িতে তল্লাশি এসিবি-র। ছবি: সংগৃহীত।

আয়বহির্ভূত সম্পত্তির মামলায় এক ইঞ্জিনিয়ারের ৪০টি ঠিকানায় তল্লাশি চালাল দুর্নীতিদমন শাখা (এসিবি)। বেশ কয়েকটি এলাকায় ইঞ্জিনিয়ারের ৫৫টি জমির হদিস পেয়েছে এসিবি। শুধু তা-ই নয় কয়েক কোটি টাকা নগদও উদ্ধার হয়েছে। রাজস্থানের ঘটনা।

Advertisement

এসিবি সূত্রে খবর, অভিযুক্ত ইঞ্জিনিয়ারের নাম অবিনাশ শর্মা। জয়পুর উন্নয়ন পর্ষদের এক জন ইঞ্জিনিয়ার। তাঁর বিরুদ্ধে অনেক দিন ধরেই অভিযোগ উঠছিল যে, নামে, বেনামে প্রচুর সম্পত্তি কিনেছেন। কোথাও ফ্ল্যাট, কোথাও জমি কিনে রাখছিলেন তিনি। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ইঞ্জিনিয়ারের যা বেতন এবং যা আয় তার তুলনায় ২৩৫ শতাংশ বেশি সম্পত্তির অধিকারী তিনি। কী ভাবে এক জন ইঞ্জিনিয়ার জমি, বাড়ি এবং গাড়ি-সহ বিপুল সম্পত্তির মালিক হলেন, তা নিয়েই গুঞ্জন চলছিল। তার মধ্যেই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি নিয়ে একটি অভিযোগও দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এসিবি।

এসিবি সূত্রে খবর, জয়পুরের গোপালপুরা, মানসরোবর, সাঙ্গানের, পৃথ্বীরাজ নগর, জগৎপুরা, প্রতাপনগর এবং রিং রোডের আশপাশে ২৫টির বেশি কলোনিতে জমি এবং বাড়ি মিলিয়ে ৫০টি সম্পত্তি রয়েছে। শুধু তা-ই নয়, জমি কেনা এবং বাড়ি তৈরিতে কয়েক কোটি টাকা খরচ করেছেন। তদন্তকারীরা মনে করছেন, নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে গৃহনির্মাণ সমিতি এবং বিল্ডারদের সুযোগ পাইয়ে দিতেন। তার পরিবর্তে মোটা অঙ্কের টাকা, জমি এবং বাড়ি কম দামে তাঁদের কাছ থেকে কিনে নিতেন।

Advertisement

ইঞ্জিনিয়ারের সাতটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করে এসিবি। সেই অ্যাকাউন্টগুলি থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়। এ ছাড়াও তাঁর বাড়ি থেকে নগদ ৬ কোটি ২৫ লক্ষ টাকা উদ্ধার করেছে এসিবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement